সোমবার, ১ জুলাই, ২০১৯ ০০:০০ টা

মৃত্যুর সঙ্গে লড়ছে শিশু শাহীন

আশঙ্কাজনক বলছেন চিকিৎসকরা, ৭ সদস্যের মেডিকেল বোর্ড

নিজস্ব প্রতিবেদক

মৃত্যুর সঙ্গে লড়ছে শিশু শাহীন

ভ্যান চালাতে গিয়ে যাত্রীবেশী দুর্বৃত্তদের আঘাতে গুরুতর আহত কিশোর শাহীনের চিকিৎসায় সাত সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। গতকাল নিউরোসার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. অসিত চন্দ্র সরকারকে প্রধান করে এ বোর্ড গঠন করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন জানান, শাহীনের চিকিৎসার জন্য সাত সদস্যবিশিষ্ট মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। শিশুটির চিকিৎসার সব ব্যয় হাসপাতাল কর্তৃপক্ষ বহন করছে। তিনি আরও জানান, শনিবার রাতে শাহীনের অস্ত্রোপচার করা হয়েছে। তাকে জেনারেল আইসিইউতে রাখা হয়েছে। শিশুটির অবস্থা এখনো আশঙ্কাজনক। গত শুক্রবার  দুপুরে যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট গ্রামের হায়দার আলী মোড়লের ছেলে কিশোর শাহীনের ভ্যানে যাত্রীবেশে ওঠে দুর্বৃত্তরা। পরে সাতক্ষীরার পাটকেলঘাটা থানার ধানদিয়ায় রাস্তার দু’পাশের পাট ক্ষেতের নির্জন স্থানে শাহীনের মাথায় আঘাত করে গাড়িটি নিয়ে পালিয়ে যায় তারা। অনেকক্ষণ অচেতন অবস্থায় পড়ে থাকে সে।  চেতনা ফিরলে শাহীনের কান্নার শব্দে স্থানীয়রা তাকে উদ্ধার করে থানায় খবর দেয়। পরে পুলিশ শাহীনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তার শারীরিক অবস্থার অবনতি হলে পরদিন শনিবার উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সর্বশেষ খবর