সোমবার, ১ জুলাই, ২০১৯ ০০:০০ টা

সাক্ষ্য শুরু নুসরাত হত্যা মামলার

মোয়াজ্জেমের অভিযোগ গঠনের শুনানি ১০ জুলাই

ফেনী প্রতিনিধি

সাক্ষ্য শুরু নুসরাত হত্যা মামলার

ফেনীর সোনাগাজীর আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। গতকাল আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে আসামিদের ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদের আদালতে হাজির করা হয়। গত ২৭ জুন এ মামলার বাদী নুসরাতের ভাই মাহমুদুল হাসান নোমান ও দুই সাক্ষী নুসরাতের সহপাঠী নিশাত সুলতানা  ও নাসরিন সুলতানা ফুর্তির আদালতে সাক্ষ্য দেওয়ার কথা ছিল। কিন্তু বাদীর শুনানি শেষে আসামি পক্ষের ৯ আইনজীবীর জেরায় প্রথম দিনের আদালতের কার্যক্রম শেষ হওয়ায় আদালত ৩০ জুন পর্যন্ত মুলতবি করা হয়। আসামি পক্ষের ৭ আইনজীবী বাদী মাহমুদুল হাসান নোমানকে জেরা করছেন। তারপর  নিশাত সুলতানা ও নাসরিন সুলতানা ফুর্তির সাক্ষ্য নেওয়া হবে। পরবর্তীতে তাদের আসামি পক্ষের আইনজীবীরা জেরা করবেন। গত ২০ জুন এ মামলার অভিযোগপত্রের ওপর শুনানি শেষে ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। অভিযোগপত্রভুক্ত ১৬ আসামি হল- মাদ্রাসার সদ্য বরখাস্তকৃত অধ্যক্ষ সিরাজ উদদৌলা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. রুহুল আমিন, মাদ্রাসার প্রভাষক আফছার উদ্দিন, পৌর কাউন্সিলর মাকসুদ আলম, হাফেজ আবদুল কাদের, ছাত্র নুর উদ্দিন, ইফতেখার উদ্দিন রানা, সাইফুর রহমান মোহাম্মদ জোবায়ের, মো. শামীম, সাখাওয়াত হোসেন জাবেদ, আবদুর রহিম শরীফ, মহি উদ্দিন শাকিল, ইমরান হোসেন মামুন, উম্মে সুলতানা পপি, কামরুন্নাহার মনি, শাহাদাত হোসেন শামীম।

মোয়াজ্জেমের অভিযোগ গঠনের শুনানি ১০ জুলাই : ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাবন্দী ফেনীর সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেনের অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ১০ জুলাই ধার্য করেছে আদালত। গতকাল ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আস সামছ জগলুল হোসেন এ আদেশ দেন। এর আগে আসামি মোয়াজ্জেম হোসেনকে কাশিমপুর কারাগার থেকে আদালতে আনা হয়। পরে তার আইনজীবী ফারুক আহম্মেদ ও আবু সাঈদ সাগর দুটি আবেদন করেন। এর মধ্যে রয়েছে- মামলার বিচার্য বিষয় যে ভিডিও বাদী আদালতে জমা দিয়েছেন তার অনুলিপি এবং দেখা করার অনুমতি। শুনানি শেষে বিচারক বাদীর জমা দেওয়া ভিডিওর অনুলিপি দেওয়ার অনুমতি দিয়েছেন। তবে দেখা করার আবেদন নাকচ করেন।

সর্বশেষ খবর