মঙ্গলবার, ২ জুলাই, ২০১৯ ০০:০০ টা

বিমানবন্দরে গুলিসহ এলডিপি মহাসচিব আটক, জামিনে মুক্ত

নিজস্ব প্রতিবেদক

বিমানবন্দরে গুলিসহ এলডিপি মহাসচিব আটক, জামিনে মুক্ত

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান আহমেদকে ৭ রাউন্ড গুলিসহ আটক করেছে পুলিশ। গতকাল সকাল সোয়া ৭টার দিকে অভ্যন্তরীণ টার্মিনাল থেকে তাকে আটক করা হয়। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভুলক্রমে গুলি নিয়ে এসেছেন বলে স্বীকার করেছেন তিনি। তবে পরে জামিনে মুক্তি পেয়েছেন রেদোয়ান আহমেদ। গতকাল ঢাকার মহানগর হাকিম ধীমান চন্দ্র ম-ল জামিনের এ আদেশ দেন। পুলিশ জানায়, দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া জানান, সকালে তিনি বাংলাদেশ বিমানে করে চট্টগ্রামে যাওয়ার উদ্দেশে বিমানবন্দরে এসেছিলেন। এ সময় স্ক্যানিং করার সময় তার কাছে থেকে ৭ রাউন্ড গুলিসহ একটি ম্যাগাজিন পাওয়া যায়। শাহজালালের এভিয়েশন সিকিউরিটি সূত্র জানায়, নিয়মানুযায়ী বিমানে গুলি ও অস্ত্র বহন করতে হলে আগেই বিষয়টি কর্তৃপক্ষকে জানাতে হয়। রেদোয়ান আহমেদ তা করেননি।

নিয়মবহির্ভূতভাবে বিমানবন্দরে গুলি নিয়ে ঢোকার জন্য তাকে আটকে দেওয়া হয়। আটক করার পর বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়।

 

সর্বশেষ খবর