মঙ্গলবার, ২ জুলাই, ২০১৯ ০০:০০ টা

নুসরাত হত্যায় সাক্ষ্য দিলেন সহপাঠী

ফেনী প্রতিনিধি

নুসরাত হত্যায় সাক্ষ্য দিলেন সহপাঠী

ফেনীর সোনাগাজীর আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার দুই সাক্ষী- নুসরাতের দুই সহপাঠী নিশাত সুলতানা ও নাসরিন সুলতানা আদালতে সাক্ষ্য দিয়েছেন। আসামি পক্ষের আইনজীবীরা তাদের জেরা করেছেন। জেরা শেষে আদালত আজ বেলা ১১টা পর্যন্ত মুলতবি করা হয়। আগামীকাল আসামি পক্ষের অপর ১২ আইনজীবী তাকে জেরা করবেন। সকালে কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে মামলার ১৬ আসামিকে ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদের আদালতে হাজির করা হয়। সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলার বিরুদ্ধে নুসরাতকে যৌন হয়রানি করার অভিযোগ আনেন নুসরাতের মা শিরিন আক্তার। মামলাটি তুলে না নেওয়ায় গত ৬ এপ্রিল পরীক্ষার হল থেকে কৌশলে ডেকে পাশের ভবনের তিন তলার ছাদে নিয়ে সিরাজ-উদ-দৌলার সহযোগীরা নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়ে গত ১০ এপ্রিল রাত সাড়ে ৯টায় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে মৃত্যুবরণ করে নুসরাত। গত ২০ জুন এ মামলার অভিযোগপত্রের ওপর শুনানি শেষে ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এর আগে গত ২৯ মে মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআইর পরিদর্শক শাহ আলম ১৬ আসামির নাম উল্লেখ করে মামলার অভিযোগপত্র দাখিল করেন। ৩০ মে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসেন মামলাটি পরবর্তী কার্যক্রমের জন্য মামলার নথি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদের আদালতে হস্তান্তর করেন। ১০ জুন মামলাটি আদালতের আমলে নেওয়া হয়। অভিযোগপত্রভুক্ত ১৬ আসামি হলেন, মাদ্রাসার সদ্য বরখাস্তকৃত অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. রুহুল আমিন, মাদ্রাসার প্রভাষক আফছার উদ্দিন, পৌর কাউন্সিলর মাকসুদ আলম, হাফেজ আবদুল কাদের, ছাত্র নুর উদ্দিন, ইফতেখার উদ্দিন রানা, সাইফুর রহমান মোহাম্মদ জোবায়ের, মো. শামীম, সাখাওয়াত হোসেন জাবেদ, আবদুর রহিম শরীফ, মহিউদ্দিন শাকিল, ইমরান হোসেন মামুন, উম্মে সুলতানা পপি, কামরুন্নাহার মনি, শাহাদাত হোসেন শামীম।

হাই কোর্টে ওসি মোয়াজ্জেমের জামিন আবেদন, গ্রহণ প্রশ্নে আজ শুনানি : নিজস্ব প্রতিবেদক জানান, মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের জামিন আবেদন শুনানির জন্য গ্রহণ করা হবে কিনা, এ বিষয়ে শুনানির জন্য আজ দিন ঠিক করেছে হাই কোর্ট। গতকাল নিয়ম অনুসারে মোয়াজ্জেমের আবেদনটি শুনানির জন্য উত্থাপন করতে গেলে বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। এ সময় আদালতে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল গাজী মামুনুর রশিদ। পরে তিনি সাংবাদিকদের জানান, আজ  (সোমবার) ওসি মোয়াজ্জেমের জামিন আবেদন নিয়ে তার আইনজীবীরা আদালতে এসেছিলেন। কিন্তু আমরা আপত্তি জানাই। পরে আদালত প্রথমদিনের মতো তার জামিন আবেদনের অনুমতি না দিয়ে এ বিষয়ে শুনানির জন্য মঙ্গলবার দিন রেখেছেন।

 

সর্বশেষ খবর