বুধবার, ৩ জুলাই, ২০১৯ ০০:০০ টা

ট্রায়াল অব সূর্যসেন

সাংস্কৃতিক প্রতিবেদক

ট্রায়াল অব সূর্যসেন

ব্রিটিশবিরোধী আন্দোলনের বীর সেনানী মাস্টার দা সূর্যসেনের জীবনী অবলম্বনে ঢাকা পদাতিক মঞ্চায়ন করেছে ‘ট্রায়াল অব সূর্যসেন’। এটি ছিল দলের ৩৮তম প্রযোজনার ১৩তম প্রদর্শনী।

গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হয় নাটকটি।

বর্তমান বিশ্ব অর্থনীতির পরিবর্তিত সুরত, পুঁজিবাদের নোংরা কদর্য রূপ বার বার ফিরিয়ে নিয়ে যায় একটি বিশ্বাসের কাছে। আর তা হলো সমাজতন্ত্রই মুক্তির একমাত্র পথ। জেলখানার কনডেম সেলে বসে মাস্টার দা তার অর্ধসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ বিজয়াতে এভাবেই লিখেছিলেন। লিখেছিলেন সমাজতন্ত্রের পথই প্রকৃত পথ। ব্রিটিশবিরোধী আন্দোলনে মাস্টার দা সূর্যসেনের ভূয়সী ও প্রশংসনীয় ভূমিকাই নাটকটিতে তুলে ধরা হয়েছে।

মাসুম আজিজ রচিত ও নির্দেশিত এই নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নাদের চৌধুরী, মাহবুবা হক কুমকুম, আবদুল্লাহ রানা, এইচ এম মোতালেব, হাসনাহেনা শিল্পী, মাহাবুবুর রহমান টনি, সাবিহা জামান, শ্যামল হাসান, কাজী আমিনুর, ফিরোজ হোসাইন, আক্তার হোসেন প্রমুখ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর