বুধবার, ৩ জুলাই, ২০১৯ ০০:০০ টা

দল ও প্রার্থীরা ব্যয়ের হিসাব না দিলেই মামলা

সর্বশেষ সংসদ নির্বাচন

গোলাম রাব্বানী

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ছয় মাস পার হলেও নির্বাচনী ব্যয়ের বিবরণী জমা দেয়নি অন্তত ৭টি দল ও ৩৮ জন প্রতিদ্বন্দ্বী। মধ্য জুলাইয়ের মধ্যে ভোটের ব্যয়ের তথ্য জমা দিতে সংশ্লিষ্টদের চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। দ্বিতীয় দফা সময়ের মধ্যে হিসাব দিতে ব্যর্থ হলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিষয়ে সতর্ক করা হয়েছে বলে জানান ইসি কর্মকর্তারা।

৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে প্রার্থী ছিলেন প্রায় ১৮৫০ জন। আর দেশে নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলের সবগুলোই এ নির্বাচনে অংশ নেয়। ভোটের পর ১ জানুয়ারি নির্বাচিতদের নাম-ঠিকানাসহ গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। গেজেট প্রকাশের পর ৩০ দিনের মধ্যে প্রার্থীদের এবং ৯০ দিনের মধ্যে দলের নির্বাচনী খরচের হিসাব ইসিতে জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। সেই হিসেবে প্রার্থীদের ব্যয়ের হিসাব দেওয়ার সময় শেষ হয়েছে ৩১ জানুয়ারি। আর দলের ক্ষেত্রে সেই সময় শেষ হয় এপ্রিলে। আইন অনুযায়ী গেজেট প্রকাশের পরবর্তী নির্ধারিত সময়ে তা না দিলে দলগুলোকে সতর্ক করে এক মাসের মধ্যে হিসাব দিতে নোটিস দেওয়া হয়। এরপরও ব্যর্থ হলে ১০ হাজার টাকা জরিমানা দিয়ে পরবর্তী ১৫ দিনের মধ্যে হিসাব জমা দেওয়ার সুযোগ পায় দলগুলো। এ বিষয়ে ইসির উপসচিব মো. আতিয়ার রহমান জানান, প্রার্থীদের মধ্যে নাটোর-৪ আসনে জাতীয় পার্টির প্রার্থী মো. আলাউদ্দিন মৃধা এবং ঢাকা-১৭ আসনের প্রার্থী বিজেপি চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ নির্বাচনী ব্যয়ের হিসাব দিতে সময় চেয়েছেন। এ ছাড়া আরও ৩৮ জন প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কাছে ব্যয় বিবরণী জমা দেননি বলে তথ্য এসেছে। এসব প্রার্থীকে আগামী ১৫ দিনের মধ্যে ব্যয় বিবরণী জমা দেওয়ার জন্যে চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ সময়ে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে মামলা করার বিষয়ে ইসির নির্দেশনা পেলে মাঠ কর্মকর্তাদের চিঠি দেওয়া হবে বলেন এ কর্মকর্তা। ইসির সহকারী সচিব রৌশন আরা জানান, ভোটে অংশ নেওয়া দলগুলোর মধ্যে বর্ধিত সময় ৯ জুনের মধ্যে অধিকাংশ দল ব্যয় বিবরণী জমা দিয়েছে। অন্তত ৭টি দল নির্ধারিত সময়ে জমা দিতে ব্যর্থ হওয়ায় তাদের আরও ১৫ দিন সময় দেওয়া হয়েছে। অডিট রিপোর্ট জমার তাগিদ : ইসির সহকারী সচিব রৌশন আরা জানান, ২০১৮ পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব নিবন্ধিত নিরীক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে নিরীক্ষা করিয়ে ৩১ জুলাইয়ের মধ্যে জমা দিতে ৩৯টি নিবন্ধিত দলকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।

সর্বশেষ খবর