বুধবার, ৩ জুলাই, ২০১৯ ০০:০০ টা

চোখ মেলছেন সাড়া দিচ্ছেন এরশাদ

জানালেন জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক

চোখ মেলছেন সাড়া দিচ্ছেন এরশাদ

সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ আধো ঘুম-আধো জাগরণে সাড়া দিচ্ছেন এবং চোখ মেলছেন। সাবেক এ রাষ্ট্রপতি লাইফ সাপোর্টে নয়, অক্সিজেন সাপোর্টে রয়েছেন। প্রতি ২ ঘণ্টা পর পর আন্ডার প্রেসার অক্সিজেন দেওয়া হচ্ছে। পরবর্তী ২ ঘণ্টা স্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন। সিএমএইচ-চিকিৎসকরা এটাকে ইতিবাচক মনে করছেন। এরশাদের শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি জানাতে গতকাল দুপুরে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও এরশাদের ছোট ভাই গোলাম মোহাম্মদ (জিএম) কাদের একথা জানান। জিএম কাদের আরও বলেন, এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে। ফুসফুসে ইনফেকশনের কারণে এরশাদের শ্বাসকষ্ট হচ্ছিল। তাই চিকিৎসকরা অক্সিজেন সাপোর্ট দিয়েছেন। অনেক পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। জাতীয় পার্টির ব্রিফিং এবং প্রয়োজন হলে আইএসপিআর-এর তথ্য ছাড়া কোনো বিভ্রান্তিকর তথ্যে বিভ্রান্ত না হতে গণমাধ্যম ও দেশবাসীর প্রতি আহ্বান জানান জিএম কাদের। অবস্থার অবনতি হলে আমরা সরাসরি জানানোর চেষ্টা করব। যদি আপনাদের আমরা কিছু না জানাই, তাহলে বুঝবেন অবস্থা স্থিতিশীল আছে। এ সময় পার্টির মহাসচিব ও সংসদে বিরোধীদলীয় উপনেতা মসিউর রহমান রাঙ্গা দলীয় নেতা-কর্মীদের ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর ও মনগড়া পোস্ট দিতে নিষেধ করেছেন। উপস্থিত ছিলেন- সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, সুনীল শুভ রায়, আলমগীর সিকদার লোটন প্রমুখ। দোয়া প্রার্থনা : ঢাকা-টু গৌহাটি সরাসরি বিমান চলাচল শুরু উপলক্ষে বাংলাদেশে সফররত ভারতের প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে শুভেচ্ছাবিনিময় অনুষ্ঠানে জিএম কাদের বক্তব্য রাখছিলেন। সফরকারী সদস্যরা  হুসেইন মুহম্মদ এরশাদের রোগমুক্তি এবং সুস্থতা কামনায় প্রার্থনা করেন। এ সময় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, সুনীল শুভ রায়, সুজন দে বক্তব্য রাখেন। জিএম কাদের বলেন, এরশাদ এ দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি প্রবর্তন করে সব ধর্ম-বর্ণের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করেছেন। সংখ্যালঘুদের প্রতি সহানুভূতির দৃষ্টান্ত স্থাপন করেছেন। আজ জাপার যৌথ সভা : আজ বিকাল ৩টায় জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে পার্টির প্রেসিডিয়ামের জরুরি সভা অনুষ্ঠিত হবে। এতে পার্টির সংসদ সদস্যরাও উপস্থিত থাকবেন। সভাপতিত্ব করবেন পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। সভায় সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য পার্টির মহাসচিব অনুরোধ জানিয়েছেন।

সর্বশেষ খবর