বুধবার, ৩ জুলাই, ২০১৯ ০০:০০ টা

ডেঙ্গু নিয়ন্ত্রণে পদক্ষেপ নিতে দুই সিটিকে নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে ঢাকার দুই সিটি করপোরেশনকে (উত্তর ও দক্ষিণ) নির্দেশ দিয়েছে হাই কোর্ট। পাশাপাশি এডিস মশা নিয়ন্ত্রণে প্রতিটি ওয়ার্ডে যথাযথভাবে ওষুধ ¯ন্ডেপ্র করার পর দুই সপ্তাহের মধ্যে তা প্রতিবেদন আকারে জানাতেও দুই সিটি মেয়র ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। এর আগে গতকাল ঢাকায় বায়ুদূষণ রোধে দুই সিটি করপোরেশনের গৃহীত পদক্ষেপ সংক্রান্ত পৃথক প্রতিবেদনে আদালতে দাখিল করা হয়। প্রতিবেদনে ডেঙ্গুরোধে সচেতনতা বাড়ানোসহ নানা পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে। তবে ওই প্রতিবেদন অসম্পূর্ণ হওয়ায় হাই কোর্ট সংশ্লিষ্টদের বায়ুদূষণ সংক্রান্ত বিষয়ে প্রতিবেদন ফের দাখিলের নির্দেশ দিয়েছে। গত ২৭ জানুয়ারি ঢাকায় বায়ুদূষণ রোধে হাই কোর্টে জনস্বার্থে রিট করে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)।

সর্বশেষ খবর