বুধবার, ৩ জুলাই, ২০১৯ ০০:০০ টা
খেলাপিদের সুযোগে স্থিতাবস্থা

হাই কোর্টের আদেশ স্থগিত

নিজস্ব প্রতিবেদক

ঋণখেলাপিদের বিশেষ সুযোগ দিয়ে বাংলাদেশ ব্যাংকের জারি করা সার্কুলারের ওপর হাই কোর্টের স্থিতাবস্থার আদেশ আপিল বিভাগের চেম্বার আদালতে স্থগিত হয়ে গেছে। গতকাল অর্থ বিভাগের এক আবেদনে চেম্বার বিচারপতি মো. নূরুজ্জামান হাই কোর্টের আদেশ ৮ জুলাই পর্যন্ত স্থগিত করে বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেয়। অর্থ বিভাগের পক্ষে চেম্বার আদালতে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রিটকারীর পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ।

বাংলাদেশ ব্যাংক ২ শতাংশ ডাউন পেমেন্টে ৯ শতাংশ সুদে ১০ বছরে খেলাপি ঋণ পরিশোধের সুযোগ দিয়ে একটি সার্কুলার জারি করেছিল। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের আবেদনে গত ২১ মে হাই কোর্ট ওই সার্কুলারের ওপর ২৪ জুন পর্যন্ত স্থিতাবস্থা বজার রাখার জন্য আদেশ দেয়। এরপর ২৪ জুন স্থিতাবস্থার মেয়াদ আরও দুই মাস বাড়ানো হয়। হাই কোর্টের ওই আদেশের বিরুদ্ধে অর্থ বিভাগ চেম্বার আদালতে আবেদন করলে গতকাল তা স্থগিত হয়ে যায়। ফলে বাংলাদেশ ব্যাংকের সার্কুলারের ওপর হাই কোর্টের স্থিতাবস্থার আদেশের কোনো কার্যকারিতা আপাতত থাকল না।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর