বুধবার, ৩ জুলাই, ২০১৯ ০০:০০ টা
অষ্টম কলাম

শাহজালালে বিমানের টয়লেটে ৬ কোটি ৩৮ লাখ টাকার সোনা

নিজস্ব প্রতিবেদক

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের (বিজি১২২) টয়লেট থেকে ৬ কোটি ৩৮ লাখ টাকার সোনা জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস (ডিসিএইচ)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ বিমানের এয়ারক্রাফট মেকানিক মোহাম্মাদ আফজাল হোসেন হাওলাদারকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে বাংলাদেশ বিমানের ‘অরুন আলো’ এয়ারক্রাফটটি। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশ বিমানের ওই ফ্লাইটটি মাসকট থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসে।

ডিসিএইচের ডেপুুটি কমিশনার অথেলো চৌধুরী জানান, বাংলাদেশ বিমানের ওই ফ্লাইটে সোনা আসছে এমন তথ্যে কাস্টমস কর্মকর্তারা নজরদারি শুরু করেন। পরে মাসকট থেকে চট্টগ্রাম হয়ে আসা বাংলাদেশ বিমানের ওই ফ্লাইটটি তল্লাশি করা হয়। এরপর ফ্লাইটের ২১এ নং সিটের পেছনে থাকা টয়লেটের টিস্যু বক্সের নিচে কালো স্কচটেপে মোড়ানো অবস্থায় ৬টি বান্ডিল উদ্ধার করা হয়। বান্ডিলগুলো খুলে মোট ১২ কেজি ৭৬ গ্রাম ওজনের ১১০টি সোনার বার পাওয়া যায়। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা হয়েছে।

সর্বশেষ খবর