শিরোনাম
বুধবার, ৩ জুলাই, ২০১৯ ০০:০০ টা
কৃষি সংবাদ

টার্কি পালনে আগ্রহী গ্রামীণ নারীরা

ভোলা প্রতিনিধি

টার্কি পালনে আগ্রহী গ্রামীণ নারীরা

ভোলার প্রত্যন্ত গ্রামাঞ্চলের দরিদ্র নারীদের কাছে বিদেশি পাখি টার্কি পালন দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। এরই মধ্যে অনেক নারী টার্কি পালন করে স্বাবলম্বী হয়েছেন। ঘরে বসে বিনামূল্যে টার্কির বাচ্চা, বাচ্চার খাবারসহ সার্বিক সহায়তা পাচ্ছেন তারা। বেসরকারি উন্নয়ন সংস্থার কাছ থেকে এসব সহায়তা পাওয়ায় নারীদের মাঝে টার্কি পালনে আগ্রহ বাড়ছে।    

স্থানীয় এনজিও প্রতিনিধি হারুন অর রশিদ জানান, গ্রামীণ দরিদ্র পরিবারগুলোর আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে ৩৭৫টি পরিবারকে বিনামূল্যে টার্কি এবং পেকিং বয়লার হাঁসের বাচ্চা দেওয়া হয়েছে। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ ইউনিটের সহযোগিতায় এগুলো বিতরণ করা হয়। সেই সঙ্গে এগুলোর পরিচর্যা, খাবার ও ওষুধ দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে। দৌলতখান উপজেলার মুন্সিরহাট গ্রামের মালা বেগম জানান, টার্কি দেখতে সুন্দর আর লালন-পালন খুব সহজ। এরা বেশিরভাগ সময়ই বাড়ির আশপাশের লতাপাতা খেয়ে বেঁচে থাকে। তাই এদের খাবারের খরচ অনেক কম। একই গ্রামের রহিমা বেগম জানান, প্রতি কেজি টার্কি ৩০০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। তাই টার্কি পালন করে তিনি বেশ লাভবান হচ্ছেন।

সর্বশেষ খবর