বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০১৯ ০০:০০ টা

নুসরাতকে যৌন হয়রানিতে অধ্যক্ষ সিরাজের বিরুদ্ধে চার্জশিট

ফেনী প্রতিনিধি

নুসরাতকে যৌন হয়রানিতে অধ্যক্ষ সিরাজের বিরুদ্ধে চার্জশিট

ফেনীর সোনাগাজীর আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে যৌন হয়রানির মামলায় মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলার বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইর পরিদর্শক শাহ আলম ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এ আদালতে আজ সিরাজ-উদ-দৌলার উপস্থিতিতে অভিযোগপত্রের শুনানি হবে। পরে এ আদালত অভিযোগপত্র আমলে নিলে মামলাটি জজ আদালতে পাঠানো হবে। নুসরাতকে যৌন হয়রানির অভিযোগে নুসরাতের মা শিরিন আক্তার ২৭ এপ্রিল সোনাগাজী মডেল থানায় মামলাটি করেন। এ মামলায় সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনা হয়। মামলাটি তুলে না নেওয়ায় ৬ এপ্রিল পরীক্ষার হল থেকে কৌশলে ডেকে পাশের ভবনের তিন তলার ছাদে নিয়ে সিরাজ-উদ-দৌলার সহযোগীরা নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেন। পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়ে ১০ এপ্রিল রাত সাড়ে ৯টায় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নুসরাত মৃত্যুবরণ করেন।

এদিকে নুসরাতকে পুড়িয়ে হত্যার মামলায় মঙ্গলবার সংশ্লিষ্ট আদালতে সাক্ষ্য দিয়েছেন সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার পিয়ন নূরুল আমিন। তার সাক্ষ্যের ওপর গতকাল জেরা অনুষ্ঠিত হয়েছে। এ সময় আসামিপক্ষের ১৬ জন আইনজীবী তাকে জেরা করেন। আদালতের সময় শেষ হয়ে যাওয়ায় মঙ্গলবার তার জেরা অনুষ্ঠিত হয়নি। সকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তা-বেষ্টনীর মধ্য দিয়ে মামলার ১৬ আসামিকে ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদের আদালতে হাজির করা হয়। আজ মামলার আরেক সাক্ষী মাদ্রাসার প্রহরী মো. মোস্তফার সাক্ষ্য ও জেরা হওয়ার কথা রয়েছে।

সর্বশেষ খবর