বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০১৯ ০০:০০ টা
জাতিসংঘের তদন্ত

মিয়ানমারের বিরুদ্ধে যুদ্ধাপরাধের নতুন অভিযোগ

প্রতিদিন ডেস্ক

মিয়ানমারের নিরাপত্তা বাহিনী এবং তাদের বিরুদ্ধে লড়াই করা বিচ্ছিন্নতাবাদীরা দেশটির পশ্চিমাঞ্চলীয় অস্থিতিশীল প্রদেশগুলোর বেসামরিক নাগরিকদের ওপর মানবাধিকার লঙ্ঘন করে নতুন যুদ্ধাপরাধ সংঘটিত করছে বলে অভিযোগ করেছেন জাতিসংঘের এক তদন্ত কর্মকর্তা। সূত্র : রয়টার্স।

গত মঙ্গলবার মানবাধিকার কাউন্সিলের কাছে মিয়ানমারের মানবাধিকার নিয়ে কাজ করা জাতিসংঘের স্বাধীন বিশেষজ্ঞ ইয়াঙ্গি লি এ অভিযোগ করেন। তিনি উল্লেখ করেন, রাখাইন প্রদেশের উত্তরে ও দক্ষিণাঞ্চলীয় চীন প্রদেশের একাংশে আরাকান আর্মির সঙ্গে (সেনাবাহিনীর) যে সংঘর্ষ গত কয়েক মাস ধরে চলছে, তা  বেসামরিকদের ওপর ভয়াবহ প্রভাব ফেলেছে। তাতমাদাও (মিয়ানমার সেনাবাহিনী) ও আরাকান আর্মির অনেক কাজই মানবাধিকারবিষয়ক আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছে; মানবাধিকার লঙ্ঘনের পাশাপাশি সম্ভবত এগুলো যুদ্ধাপরাধের মাত্রাও ছুঁয়েছে। পালেতোয়ার ১২ নির্মাণশ্রমিক এবং বাংলাদেশ সীমান্তের কাছ  থেকে ৫২ গ্রামবাসীসহ অনেক বেসামরিক লোককে আরাকান আর্মি অপহরণ করেছে। অন্যদিকে আরাকান আর্মির সঙ্গে  যোগসাজশ আছে- এমন সন্দেহে মিয়ানমারের সেনাবাহিনীও রাখাইনের অসংখ্য বাসিন্দাকে আটক ও জিজ্ঞাসাবাদ করেছে। আটক অনেকে নিরাপত্তা বাহিনীর হেফাজতে মারা গেছে। এপ্রিলে সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার বাঁশ সংগ্রহে ব্যস্ত রোহিঙ্গাদের ওপর গুলি ছুড়েছিল বলেও জানান জাতিসংঘের এ বিশেষজ্ঞ। চলতি বছর সহিংসতার কারণে ৩৫ হাজারের মতো  লোক পালিয়েছে বলে জানিয়েছেন তিনি।

সর্বশেষ খবর