বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০১৯ ০০:০০ টা

শিক্ষকদের অনশন চলছেই, অসুস্থ ১৪ জন

নিজস্ব প্রতিবেদক

বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ দাবিতে এসব প্রতিষ্ঠানের শিক্ষকরা অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন। গতকাল তারা আমরণ অনশন শুরু করেছেন। এদিন অসুস্থ হয়ে পড়েন ১৪ জন শিক্ষক।

বাংলাদেশ বেসরকারি শিক্ষক সমিতির ব্যানারে গত ১৬ জুন থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে ফুটপাথে তারা প্রথমে অবস্থান কর্মসূচি শুরু করেন। দেশের বিভিন্ন উপজেলা ও জেলা থেকে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা প্রেস ক্লাবের সামনের এ কর্মসূচিতে অংশ নিয়েছেন। বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির মামুনুর রশিদ খোকন বলেন, গতকাল অনশনে প্রায় ১৪ জন শিক্ষক অসুস্থ হয়েছেন। গুরুতর অসুস্থ ঝিনাইদহের ভদ্রডাঙা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা তাছলিমা বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরও বলেন, যোগ্যতা থাকা সত্ত্বেও সব শর্ত পূরণ করার পরও কিছু বেসরকারি বিদ্যালয় জাতীয়করণের তালিকায় অন্তর্ভুক্ত হয়নি। জাতীয়করণের যোগ্য হওয়া সত্ত্বেও তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সরকারের কাছ থেকে কোনো বেতন-ভাতা না পাওয়ায় শিক্ষকদের পরিবার কষ্টে দিনাতিপাত করছে। টানা আন্দোলনে এ পর্যন্ত ১৪৯ জন প্রাথমিক শিক্ষক অসুস্থ হয়েছেন বলে তিনি জানান।

সর্বশেষ খবর