বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০১৯ ০০:০০ টা

দরপতন অব্যাহত শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক

চলতি অর্থবছরের বাজেট পাসের পর থেকে দরপতন অব্যাহত রয়েছে শেয়ারবাজারে। বাজেটে শেয়ারবাজার উন্নয়নে বেশকিছু প্রস্তাব থাকার পরও দরপতন থামেনি। গতকাল উভয় শেয়ারবাজারে সূচক পতন হয়েছে। কমেছে লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ার দর। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৩৭২ পয়েন্টে। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৫০৭ কোটি ৪৭ লাখ টাকা। ডিএসইতে ৩৫৩টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নেয়। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১২৬টির বা ৩৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। শেয়ার ও ইউনিট দর কমেছে ১৭৭টির বা ৫০ শতাংশের এবং ৫০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর লেনদেন শেষে অপরিবর্তিত রয়েছে। সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের। কোম্পানিটির ১৫ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে উঠে আসা রানার অটোমোবাইলের ১৪ কোটি ৫০ লাখ ও ১২ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে আসে ইউনাইটেড পাওয়ার। ডিএসইর টপটেন লেনদেনে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে : সিঙ্গার, মুন্নু সিরামিক, ন্যাশনাল পলিমার, ন্যাশনাল টিউবস, বাংলাদেশ সাবমেরিন কেবল, স্কয়ার ফার্মা ও এস্কয়্যার নিট কম্পোজিট। অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬৪৬৩ পয়েন্টে। সিএসইতে হাতবদল হওয়া ২৬৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৯৭টির, কমেছে ১৩৪টির ও অপরিবর্তিত রয়েছে ৩৭টির দর। সিএসইতে ৩৩ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

সর্বশেষ খবর