বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০১৯ ০০:০০ টা

পশ্চিমবঙ্গের নাম ‘বাংলা’ হচ্ছে না এখনই

কলকাতা প্রতিনিধি

ভারতের কেন্দ্রীয় সরকার রাজ্যের নাম পরিবর্তনের প্রস্তাব নাকচ করে দেওয়ায় আপাতত পশ্চিমবঙ্গের নাম ‘বাংলা’ হচ্ছে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর কারণ ব্যাখ্যা করে বলেছে, রাজ্যের নাম পাল্টানোর জন্য সংবিধান সংশোধন করতে হবে, এজন্য সংবিধান সংশোধনী বিল আনতে হবে। কিন্তু এরকম বিল পেশ না করায় ওই প্রস্তাব নাকচ হয়ে গেছে। এর আগের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ওই প্রস্তাবটি বিবেচনার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু পশ্চিমবঙ্গের নাম পাল্টে ‘বাংলা’ করার প্রস্তাব কার্যত খারিজ করে দিয়েছে দ্বিতীয় মোদি সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এখনই পশ্চিমবঙ্গের নাম বদল করে বাংলা করা সম্ভব নয়। যেহেতু সংবিধান সংশোধনী বিল পেশ হয়নি সংসদে। তাই আপাতত পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন সম্ভব নয়।

 উল্লেখ্য, পশ্চিমবঙ্গের নাম পাল্টে ‘বাংলা’ করার প্রস্তাব রাজ্য বিধান সভায় পাস হয় ২০১৬ সালের আগস্টে। বিল পাসের পরেই তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে বিষয়টি দ্রুত নিষ্পত্তির জন্য অনুরোধ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাজনাথও বিবেচনার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু দুই বছরে কার্যত  সেই কাজ কিছুই এগোয়নি, সম্প্রতি সেই বিষয়টি সামনে চলে এসেছে। এ বিষয়ে শিক্ষাবিদ পবিত্র সরকার জানান, বাংলা নামের সঙ্গে প্রতিবেশী দেশ বাংলাদেশের সাযুজ্য রয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই বাংলা বলতে বাংলাদেশকেই বোঝানো হয়। তাই বঙ্গ নামটিই তার পছন্দ ছিল। তবে কেন্দ্র খারিজ করলেই মুষড়ে পড়ার মতো কিছু হয়নি। তার মতে, আবার একটা নাম প্রস্তাব করা যেতে পারে। অন্যদিকে নাট্যব্যক্তিত্ব রুদ্রপ্রসাদ সেনগুপ্ত বলেন, রাজ্যবাসী যাদের ওপর রাজ্য পরিচালনার ভার দিয়েছে, তারা যখন একটা নাম নির্দিষ্ট করে পাঠিয়েছিল, তখন সেটাতে কেন্দ্রের আপত্তি থাকা উচিত নয়।

সর্বশেষ খবর