শুক্রবার, ৫ জুলাই, ২০১৯ ০০:০০ টা

বর্ণাঢ্য রথযাত্রা

নিজস্ব প্রতিবেদক

বর্ণাঢ্য রথযাত্রা

লাখো ভক্তের অংশগ্রহণে দেশব্যাপী বর্ণাঢ্য আয়োজনে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রথযাত্রা উপলক্ষে মেলা শুরু হয়েছে। উলুধ্বনির সঙ্গে ঢাকের বাজনায় রথের রশিতে টান দেন সনাতন ধর্মাবলম্বী ভক্তরা।

শতাব্দীর প্রাচীন শ্রী শ্রী জগন্নাথ জিঁউ ঠাকুর মন্দিরে রথযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বিশেষ অতিথি ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মো. সেলিম। রশি টেনে রথযাত্রার উদ্বোধন করেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী পূর্ণাত্মানন্দাজী মহারাজ। এরপর ভক্তরা রথযাত্রার জন্য রথ টানতে শুরু করেন। তাঁতী বাজার থেকে রথযাত্রা শুরু হয়ে ইসলামপুর, পাটুয়াটুলী, সদরঘাট মোড়, জনসন রোড, রায় সাহেব বাজার মোড়, ইংলিশ রোড ঘুরে পুনরায় তাঁতী বাজার দুর্গা মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন স্থানে বর্ণাঢ্য আয়োজনে রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরে জানা যায়, ঢাকার ধামরাই, গাজীপুর, রাজশাহী, সিলেট, বরিশাল, টাঙ্গাইল, বাগেরহাট, শেরপুর, নাটোর, পটুয়াখালী, কুমিল্লা, দিনাজপুরে রথযাত্রা অনুষ্ঠিত হয়। ধামরাইয়ে ঐতিহ্যবাহী রথযাত্রা উপলক্ষে পৌর কায়েতপাড়ার রথখোলা থেকে যাত্রাবাড়ীর কতিথ মাধবের শ্বশুরালয় পর্যন্ত মেলা বসবে। এই রথযাত্রার উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মেলাঙ্গনের দীর্ঘ এ পথ জুড়ে বসার প্রস্তুতি নিচ্ছে হরেক রকমের দোকান। মেলায় প্রতি বছরের মতো এবারও দেশখ্যাত সার্কাস দল, নাগরদোলা, পুতুলনাচ, মৃত্যুকূপ মোটরসাইকেল, বেদেনীদের চুড়ি, শিশুদের খেলনা, কুটিরশিল্পসহ বিভিন্ন রকমের কয়েক হাজার স্টল বসবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর