শুক্রবার, ৫ জুলাই, ২০১৯ ০০:০০ টা

রবিবার থেকেই বন্ধ হচ্ছে তিন সড়কে রিকশা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ব্যস্ত তিন সড়কে শৃঙ্খলা বজায় রাখতে আগামী রবিবার থেকে বন্ধ হচ্ছে রিকশা চলাচল। কুড়িল থেকে রামপুরা হয়ে সায়েদাবাদ, গাবতলী-আজিমপুর ও সায়েন্সল্যাব-শাহবাগ রুটে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ ব্যাপারে দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেন, যানজট ও দুর্ঘটনা কমাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূল সড়কে ধীরগতির যানবাহন চলাচল করলে দুর্ঘটনার আশঙ্কা থাকে। তাই সার্বিক বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে রিকশা বন্ধ থাকায় যাত্রীদের যাতে কোনো অসুবিধা না হয় সেজন্য পরিবহন মালিক সমিতি এবং বিআরটিসি পর্যাপ্ত বাস সার্ভিসের ব্যবস্থা করবে। তিনি আরও বলেন, আমি নিজে সড়কগুলোতে জরিপ করে এসেছি। রিকশার কারণে বেশ কিছু সড়কে যানজট তৈরি হচ্ছে, গাড়ির গতি কমে যাচ্ছে। নাগরিক ভোগান্তি কমাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত বুধবার ‘ঢাকা মহানগরীর অবৈধ যানবাহন দূর/বন্ধ, ফুটপাথ দখলমুক্ত ও অবৈধ পার্কিং বন্ধে গঠিত’ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পাড়া, মহল্লা থেকে শুরু করে মূল রাস্তাতেও অহরহ যাতায়াত করছে রিকশা। রামপুরা থেকে কাকরাইল রুটে রিকশার চাপ বেশি। এ ছাড়া সায়েন্সল্যাব-শাহবাগ রুটেও প্রচুর পরিমাণে রিকশা চলাচল করে।

সর্বশেষ খবর