শনিবার, ৬ জুলাই, ২০১৯ ০০:০০ টা

ভারতের বাজেটে বাংলাদেশের জন্য ১৭৫ কোটি রুপি

গৌতম লাহিড়ী, নয়াদিল্লি

লোকসভা নির্বাচনের পর মোদি সরকারের প্রথম বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এক বছরের মধ্যেই ভারতের অর্থনীতি ৩ লাখ কোটিতে উন্নীত করার প্রতিশ্রুতি দিয়েছেন। এ বাজেটে পররাষ্ট্র মন্ত্রণালয়ের খাতে বাংলাদেশের জন্য ২০১৯-২০ অর্থবছরে ১৭৫ কোটি রুপি বরাদ্দ করা হয়েছে। এ অর্থ বাংলাদেশকে দেওয়া লাইন অব ক্রেডিট থেকে ব্যয় হবে। ২০১৮-১৯ বাজেটে একই পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত ব্যয় হয়েছে মাত্র ১২০ কোটি রুপি। তাই এবার ফের সেই পুরনো ১৭৫ কোটি রুপি বরাদ্দ হয়েছে। প্রতিবেশী দেশগুলোর মধ্যে সব থেকে বেশি বরাদ্দ হয়েছে ভুটানে, ২ হাজার ৮০০ কোটি রুপি। আফগানিস্তানে ২৭০ কোটি থেকে বাড়িয়ে করা হয়েছে ৪০০ কোটি রুপি। মিয়ানমারে বাড়িয়ে দেওয়া হয়েছে ৪০০ কোটি রুপি। এর কারণ, মিয়ানমারে রোহিঙ্গা শরণার্থীদের জন্য বাসস্থান নির্মাণে অর্থ বরাদ্দ হয়েছে। আফ্রিকার দেশগুলোর জন্য বরাদ্দ বেড়েছে। কিন্তু ইরানের চাহাবার বন্দর নির্মাণের অর্থ প্রচুর কম করে দেওয়ায় বিস্ময় সৃষ্টি হয়েছে। বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে উত্তেজনা চলছে তাতে এই বন্দর স্বাভাবিকভাবে কতটা নির্মাণ করা যাবে তাই নিয়ে সংশয় তৈরি হয়েছে। এবারের বাজেটে বিদেশি পুঁজি লগ্নির পথ প্রশস্ত করতে প্রতিরক্ষার জন্য আমদানির ওপর বিলোপ করে দেওয়া হয়েছে যাতে প্রচুর সমরাস্ত্র ভারতে তৈরি হতে পারে। পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের ক্ষেত্রেও শুল্কহার ‘শূন্য’ করা হয়েছে। বাজেটে অর্থ বরাদ্দ করা হয়েছে মহাকাশে এবার চন্দ্রায়ণ অভিযান করার জন্য। বাজেটের মোট উদ্দেশ্য পাঁচ বছরের মধ্যে ৫ ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে উন্নীত করা। তার আগে এক বছরের মধ্যে ১ ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে উন্নীত করা হবে। পশ্চিমবঙ্গের হলদিয়া থেকে উত্তরে গঙ্গার মাধ্যমে পণ্য পরিবহন বাড়ানোর জন্য একটি নৌপরিবহন লক তৈরি করা হবে ফারাক্কায় এবং গঙ্গার নাব্য বাড়ানো হবে। আগামী চার বছরের মধ্যে পণ্য পরিবহন চার গুণ বাড়ানো হবে।

তবে বিরোধী দলগুলো বাজেটে পেট্রোল-ডিজেলের দাম বাড়ানোয় অসন্তুষ্ট।

সর্বশেষ খবর