শনিবার, ৬ জুলাই, ২০১৯ ০০:০০ টা
অষ্টম কলাম

১০ হাজার টাকার ইলিশ

ভোলা প্রতিনিধি

১০ হাজার টাকার ইলিশ

মেঘনা নদীতে জালে ধরা পড়েছে ২ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি  ইলিশ; যা প্রথম পর্যায়ে ১০ হাজার ৩০০ টাকায় এক মাছ ব্যবসায়ীর কাছে বিক্রি হয়েছে। স্থানীয়দের কাছে এ ধরনের ইলিশ ‘রাজা ইলিশ’ নামে পরিচিত। গতকাল উপজেলার চাচড়া ইউনিয়নের দালালকান্দি গ্রামের কবির মাঝির জালে ওই ইলিশ ধরা পড়ে। তিনি উপজেলার চাঁদপুর ইউনিয়নের চর মোজাম্মেল-সংলগ্ন মেঘনা নদী থেকে ওই মাছ শিকার করেন। স্থানীয়রা জানান, কবির মাঝির জালে বড় আকারের এই ইলিশ ছাড়া আরও আটটি ইলিশ ধরা পড়ে। গতকাল বিকালে উপজেলার শশীগঞ্জ মাছঘাটের আবুল হাশেমের আড়তে ওই মাছটির নিলাম হয়। আল আমিন কুট্টি নামের এক মাছ ব্যবসায়ী ১০ হাজার ৩০০ টাকায় ওই মাছ কিনে নেন। আল আমিন কুট্টি বলেন, বর্তমানে এত বড় মাছ জেলেদের জালে ধরা পড়তে দেখা যায় না। মাছটি দেখেই পছন্দ হয়ে যায়। এটি ঢাকার আড়তে অনেক বেশি টাকায় বিক্রি করতে পারব বলে আশা করছি।

আড়তদের আবুল হাশেম বলেন, কবির মাঝির দুই কেজি ৭০০ গ্রাম ওজনের ইলিশটি ১০ হাজার ৩০০ টাকায় কিনেছেন আল আমিন। তার জালে ধরা পড়া অন্য আটটি মাছও আল আমিন কিনেছেন। সব মিলিয়ে কবির মাঝিকে দাম পরিশোধ করা হয়েছে ১৬ হাজার টাকা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর