রবিবার, ৭ জুলাই, ২০১৯ ০০:০০ টা

আজ থেকে ঢাকার তিন সড়কে চলবে না রিকশা

নিজস্ব প্রতিবেদক

আজ থেকে রাজধানী ঢাকার তিন সড়কে চলবে না রিকশা। দুই সিটিতে তিন সড়কে বন্ধ হচ্ছে রিকশা চলাচল। নগরে সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ও ঢাকা ট্রান্সপোর্ট কন্ট্রোল অথরিটির (ডিটিসিএ) সিদ্ধান্তে কার্যকর করা হচ্ছে এ নির্দেশনা। ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের দুই অংশে পড়েছে রিকশা নিষিদ্ধ হওয়া এ সড়ক। এদিকে সড়কে শৃঙ্খলা ফেরাতে গতকাল ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম আইনশৃঙ্খলা বাহিনী, রিকশা মালিক সমিতির সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে তিনি নির্ধারিত প্রধান সড়কগুলোতে রিকশা না চালানোর জন্য মালিক ও চালকদের প্রতি আহ্বান জানিয়েছেন। রাজধানীর সড়কগুলো যানজটমুক্ত ও শৃঙ্খলা ফেরানোর লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কয়েকটি সড়কে রিকশা চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। গত ৩ জুলাই নেওয়া ওই সিদ্ধান্ত কার্যকর হবে আজ থেকে। সড়কগুলো হলো প্রথমটি গাবতলী থেকে আসাদগেট-নিউমার্কেট হয়ে আজিমপুর পর্যন্ত। দ্বিতীয়টি সায়েন্স ল্যাবরেটরি থেকে শাহবাগ পর্যন্ত এবং তৃতীয়টি কুড়িল থেকে বাড্ডা-রামপুরা, মালিবাগ, খিলগাঁও হয়ে সায়েদাবাদ পর্যন্ত। আজ থেকে এসব সড়কে কোনো ধরনের রিকশা চলাচল করবে না। এদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মূল সড়কগুলোতেও রিকশা চলাচল নিয়ন্ত্রণের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। গতকাল ঢাকা উত্তর সিটি করপোরেশন কার্যালয়ে মেয়র আতিকুল ইসলাম বৈঠক করেন সংশ্লিষ্টদের নিয়ে। বৈঠকে তিনি বলেন, আমাদের সড়কে শৃঙ্খলা ফেরাতে মেকানিক্যাল সিস্টেমে যেতে হবে। একটি সড়কে ম্যানুয়াল এবং মেকানিক্যাল সিস্টেম একই সঙ্গে চলতে পারে না। এ জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, যেসব সড়কে যান্ত্রিক পরিবহন চলে সেসব সড়কে রিকশা চলতে দেওয়া হবে না। এর কারণে শুধু যে যানজট হচ্ছে তা নয়, দুর্ঘটনারও শঙ্কা থাকে। রিকশা শুধু নির্দিষ্ট কিছু সড়কে চলাচলের জন্য নিষিদ্ধ হচ্ছে, ফলে নগরবাসীর ভোগান্তির কোনো কারণ নেই। শহরের প্রধান সড়কগুলোতে রিকশা যেন না চলে। এতে কেউ কেউ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন। পাশাপাশি আমরা অবৈধ রিকশা চলাচল সম্পূর্ণ বন্ধের ঘোষণা দিয়েছি এবং বৈধ রিকশাগুলো (রেজিস্ট্রেশন প্রাপ্ত) ডিএনসিসির প্রধান সড়কের সংযুক্ত ৭৪ নেটওয়ার্কিং সড়কে চলবে। রিকশা চলাচলে নিয়ন্ত্রণের পাশাপাশি ফুটপাথ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএনসিসি নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে। জনদুর্ভোগ এড়াতে রিকশা চলাচল বন্ধের পাশাপাশি আজ থেকে থেকে ডিএনসিসির সব এলাকায় যেখানেই ফুটপাথ দখল থাকবে সেখানেই আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা অভিযান পরিচালনা করবেন।

সর্বশেষ খবর