রবিবার, ৭ জুলাই, ২০১৯ ০০:০০ টা

ডিআইজি মিজানের দেহরক্ষী ও চালককে জিজ্ঞাসাবাদ আজ

নিজস্ব প্রতিবেদক

ডিআইজি মিজানের দেহরক্ষী ও চালককে জিজ্ঞাসাবাদ আজ

ডিআইজি মিজান

পুলিশের চাকরি থেকে সাময়িক বরখাস্ত হওয়া ডিআইজি মিজানুর রহমানের দেহরক্ষী ও গাড়িচালককে আজ জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মিজানের দেহরক্ষী হৃদয় হাসান ও গাড়িচালক সাদ্দাম  হোসেনকে কমিশনে হাজির হতে ১ জুলাই চিঠি পাঠানো হয়। দুদকের জনসংযোগ কার্যালয়ের উপ-পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য জানিয়েছেন, মিজানের দেহরক্ষী ও গাড়িচালককে আজ কমিশনে হাজির হতে বলা হয়েছে। কমিশনের পরিচালক খন্দকার এনামুল বাসিরের সঙ্গে মিজানের ঘুষ লেনদেনের অভিযোগের বিষয়ে দুদক তাদের জিজ্ঞাসাবাদ করবে। এদিকে আগামীকাল একই অভিযোগে ডিআইজি মিজানকে দুদকের জিজ্ঞাসাবাদ করার কথা রয়েছে। ১ জুলাই তার হাজিরের কথা থাকলেও তিনি হাজির না হয়ে সময় চান। এরপর দুদক জিজ্ঞাসাবাদের জন্য তাকে ৮ জুলাই হাজির হতে চিঠি দেয়। আগাম জামিনের আবেদন নাকচ করে সেদিনই তাকে পুলিশে দেয় হাই কোর্ট। জানা গেছে, ২৪ জুন ডিআইজি মিজানুর রহমান, তার স্ত্রী সোহেলিয়া আনার রত্না, ভাই মাহবুবুর রহমান ও ভাগ্নে এসআই মাহমুদুল হাসানের বিরুদ্ধে দুর্নীতির মামলা করে দুদক। দুদকের মামলায় সম্পদের তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এর আগে অনুসন্ধান পর্যায়ে অভিযোগ থেকে রেহাই দিতে ডিআইজি মিজানের কাছ থেকে তৎকালীন অনুসন্ধান কর্মকর্তা দুদকের পরিচালক এনামুল বাসির ৪০ লাখ টাকা ঘুষ নিয়েছেন বলে গণমাধ্যমের কাছে মিজান দাবি করেন। ঘুষ লেনদেনের অভিযোগ খতিয়ে দেখতে দুদকের পরিচালক শেখ মো. ফানাফিল্যার নেতৃত্বে অনুসন্ধান টিম গঠন করেছে দুদক। ২০১৮ সালের ৩ মে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে প্রথম ডিআইজি মিজানকে জিজ্ঞাসাবাদ করে দুদক।

সর্বশেষ খবর