রবিবার, ৭ জুলাই, ২০১৯ ০০:০০ টা

পাঁচ দফা দাবিতে ফের রাজপথে সাত কলেজের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

পাঁচ দফা দাবিতে আবারও আন্দোলনে নেমেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে তারা এ  ঘোষণা দেন। এতে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ শিক্ষার্থীরা অংশ নেন।

আন্দোলনের প্রধান সমন্বয়ক ঢাকা কলেজের শিক্ষার্থী আবু বকর বলেন, আমাদের দাবি আদায় না হওয়ায় এবং অনিশ্চিত ক্যারিয়ার থেকে উদ্ধার পেতে আমরা আবারও রাজপথে নামতে বাধ্য হয়েছি। আন্দোলনরত শিক্ষার্থীদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে- ফলাফল প্রকাশের ৯০ দিনের মধ্যে সব বিভাগের ত্রুটিমুক্ত ফল প্রকাশ, অনার্স, মাস্টার্স, ডিগ্রির সব বর্ষের ফলাফলে অকৃতকার্য হওয়ার কারণ প্রকাশসহ খাতার পুনর্মূল্যায়ন করা, সাত কলেজ পরিচালনার জন্য স্বতন্ত্র প্রশাসনিক ভবন নির্মাণ, সিলেবাস অনুযায়ী মানসম্মত প্রশ্নপত্র প্রণয়নসহ উত্তরপত্র মূল্যায়ন সাত কলেজের শিক্ষকের মাধ্যমে করতে হবে ও সেশনজট নিরসনে একাডেমিক ক্যালেন্ডার প্রকাশসহ ক্রাশ প্রোগ্রম চালু করতে হবে। শিক্ষার্থীদের অভিযোগ- জাতীয় বিশ্ববিদ্যালয়ের এসব কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করার পর নানা সমস্যার সম্মুখীন হচ্ছে শিক্ষার্থীরা। সেশনজট, ফলাফল প্রকাশে বিলম্ব, সিলেবাসের বাইরে প্রশ্ন প্রণয়ন, পরীক্ষার সময় কমানো, গণহারে ফেল করানো, ফলাফলে ভুল, ভুল সংশোধনের নামে হয়রানি ইত্যাদি সমস্যায় শিক্ষাজীবন বিষাদময় ও দুর্বিসহ হয়ে উঠছে। এসব সমস্যা সমাধানের দাবি জানান সাত কলেজের শিক্ষার্থীরা।

সর্বশেষ খবর