রবিবার, ৭ জুলাই, ২০১৯ ০০:০০ টা
অষ্টম কলাম

ট্রাম্প বললেন অবৈধ অভিবাসী অভিযান শিগগির

প্রতিদিন ডেস্ক

ট্রাম্প বললেন অবৈধ অভিবাসী অভিযান শিগগির

যুক্তরাষ্ট্রে ঢুকে পড়া অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠাতে শিগগিরই অভিযান শুরু হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রয়টার্স। গত শুক্রবার তিনি হোয়াইট হাউসে সাংবাদিকদের এ কথা জানান। তিনি উল্লেখ করেন, ‘শিগগিরই এটা শুরু হবে, আমি একে অভিযান বলতে চাই না। বছরের পর বছর ধরে যারা অবৈধভাবে এসেছে, আমরা তাদের সরাতে চাই।’ এদিকে অবৈধদের ধরতে ইমিগ্রেশন কর্মকর্তারা এলে তার জন্য ‘প্রস্তুত’ থাকার আশ্বাস দিয়েছে অভিবাসন নিয়ে কাজ করা সংগঠনগুলো। এক বিবৃতিতে আইসিই জানায়, অপরাধের সঙ্গে জড়িত এমন লোকদের গ্রেফতারেই তাদের নজর থাকবে; তবে কোনো অভিবাসী যদি মার্কিন কোনো আইন লঙ্ঘন করে, তবে তাকেও গ্রেফতার করা হবে। অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো চলতি সপ্তাহে আইসিইর আগের অভিযানে কাদের বেশি গ্রেফতার করা হয়েছে সে বিষয়ক সরকারি নথি প্রকাশ করেছে। এতে দেখা গেছে, কর্মকর্তারা কাগজপত্রহীন অভিবাসীদের গ্রেফতারেই বেশ আগ্রহী। অবৈধ অভিবাসী ধরতে যখন তখন অভিযানের হুমকি দেওয়া যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্য ক্ষতিকর বলে অভিযোগ করেছে অভিবাসীদের নিয়ে কাজ করা সংগঠনগুলো। অভিযানের হুমকির কারণে অনেক প্রাপ্তবয়স্কই কাজে যেতে চান না এবং শিশুদের স্কুলে অনুপস্থিতির হারও বাড়ে বলে জানিয়েছে তারা। অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করা সোমোস উন পুয়েবলোউনিদোর সংগঠন এলসা লোপেজ জানায়, ট্রাম্পের ঘোষণার পরপর নয়, আমাদের সবসময়ই প্রস্তুত থাকতে হবে; কেননা প্রতিদিনই গ্রেফতার হচ্ছে।

সর্বশেষ খবর