সোমবার, ৮ জুলাই, ২০১৯ ০০:০০ টা
নুসরাত হত্যা মামলা

তিন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও জেরা

শেষ নেই কোনো কিছুর

ফেনী প্রতিনিধি

ফেনীর সোনাগাজীর আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় গতকাল তিন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও জেরা অনুষ্ঠিত হয়েছে। যারা সাক্ষ্য দিয়েছেন তারা হলেন- কেরোসিন বিক্রেতা জসিম উদ্দিন, বোরকা বিক্রেতা লোকমান হোসেন লিটন ও বোরকা দোকানের কর্মচারী হেলাল উদ্দিন ফরহাদ। সকাল ৯টায় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে মামলার ১৬ আসামিকে জেলা কারাগার থেকে আদালতে আনা হয়। বেলা সাড়ে ১১টায় তাদের ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদের আদালতে হাজির করা হয়। জানা গেছে, তিন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষে আদালত আজ  বেলা সাড়ে ১১টা পর্যন্ত কার্যক্রম মুলতবি করেছে। আজ নুসরাতের ছোট ভাই রাশেদুল হাসান রায়হান ও ওষুধ ব্যবসায়ী জহিরুল ইসলামের সাক্ষ্য গ্রহণ ও জেরা করা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর