সোমবার, ৮ জুলাই, ২০১৯ ০০:০০ টা

রিফাত হত্যার নতুন ভিডিও ঘিরে আলোচনার ঝড়

বরগুনা প্রতিনিধি

রিফাত হত্যার নতুন ভিডিও ঘিরে আলোচনার ঝড়

বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যার ঘটনার সিসি ক্যামেরায় ধারণ করা আরেক ভিডিও ফুটেজ ঘিরে নতুন করে আলোচনার ঝড় বইতে শুরু হয়েছে। এরই মধ্যে সরকারি কলেজসহ স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানের সিসি ক্যামেরায় ওইদিনের হামলা ও পূর্ব প্রস্তুতির বেশকিছু ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এসব ফুটেজে স্পষ্টভাবে দেখা গেছে, হামলাকারীরা কীভাবে সংগঠিত হয়ে ঘটনাটি ঘটিয়েছে। ভাইরাল হওয়া নতুন এসব ভিডিও ফুটেজ মামলার তদন্তে কতটা গুরুত্ব পাবে- জানতে চাইলে বরগুনার পুলিশ সুপার মারুফ হোসেন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘আমরা তদন্তে সব বিষয়ই গুরুত্ব দিচ্ছি। সামগ্রিক বিষয় স্বচ্ছতার সঙ্গে অনুসন্ধান করছি আমরা।’

বরগুনা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুর রহমান নান্টু বলেন, ‘চাঞ্চল্যকর এই হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনী এ পর্যন্ত যে পদক্ষেপ নিয়েছে তা সন্তোজনক বলেই মনে হচ্ছে। সাক্ষ্য আইনে ভিডিও ফুটেজের বিধান রয়েছে। তদন্তকারী কর্মকর্তারা ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে গুরুত্ব দেবেন বলে আশা করি।’ বাংলাদেশ মহিলা পরিষদ বরগুনার জেলা কমিটির সম্পাদক অ্যাডভোকেট সেলিনা আক্তার বলেন, সিসি ক্যামেরায় ধারণ করা ফুটেজ থেকে সহজেই অপরাধীদের শনাক্ত করা সম্ভব হবে। আইনশৃঙ্খলা বাহিনী এসব ভিডিও ফুটেজে গুরুত্ব দিলে অপরাধীদের আইনের কাছে সঠিকভাবে সোপর্দ করতে পারবে। যথাযথ স¦াক্ষীদেরও এখান থেকে পাওয়া যাবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর