সোমবার, ৮ জুলাই, ২০১৯ ০০:০০ টা

পায়রা বন্দরের কাছে ভারতীয় ট্রলারসহ চার শতাধিক জেলে আটক

পটুয়াখালী প্রতিনিধি

বঙ্গোপসাগরে মাছ ধরারত ভারতের ৩২টি ট্রলার নিয়ে চার শতাধিক জেলে অনুপ্রবেশ করায় পটুয়াখালীর উপকূলীয় এলাকা সংলগ্ন পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলে তাদেরকে আটক করেছে পায়রা বন্দর কোস্টগার্ড। গতকাল দুপুরে পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের মৌডুবি পয়েন্ট থেকে তাদের আটক করা হয়েছে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান জানান, দুপুর দেড়টার দিকে বঙ্গোপসাগরের রাবনাবাদ চ্যানেলের কোস্টগার্ড স্টেশনের কাছ থেকে সারিবদ্ধভাবে ৩২টি ট্রলার সাগরের দিকে যাচ্ছিল। বাংলাদেশে অনুপ্রবেশ করায় এ সময় কোস্টগার্ড সদস্যরা মৌডুবি এলাকা থেকে এদের আটক করে। তবে এখন পর্যন্ত আটককৃত জেলেদের চূড়ান্ত সংখ্যা জানা যায়নি। গণনা চলছে তবে প্রতিটি ট্রলারে কমপক্ষে ১৫-১৭ জন জেলে রয়েছে। সবকিছু জানার পর আমরা এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেব। এদিকে জেলেদের সংখ্যা তাৎক্ষণিক জানাতে পারেনি পায়রা বন্দর কোস্টগার্ডও। ভারতের ৩২টি ট্রলার রাবনাবাদ চ্যানেলের মৌডুবি পয়েন্টে তাদের জিম্মায় রয়েছে বলে পায়রা বন্দর কোস্টগার্ডের একজন কর্মকর্তা নিশ্চিত করলেও এ বিষয়ে এখনই কিছু বলা যাবে না বলে জানান তিনি। তবে সবকিছু নিশ্চিত হয়ে পরে জানাবেন বলেও জানান তিনি। ধারণা করা হচ্ছে বৈরী আবহাওয়ার কারণে ট্রলারগুলো নিয়ে জেলেরা বাংলাদেশের উপকূলে ঢুকে পড়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর