সোমবার, ৮ জুলাই, ২০১৯ ০০:০০ টা
অষ্টম কলাম

বাঙালি স্থপতির জয়পুর বিশ্ব ঐতিহ্য নগরী

নয়াদিল্লি প্রতিনিধি

জয়পুর গোলাপি নগরী ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য নগরীর স্বীকৃতি পেল। আহমেদাবাদের পর এটাই ভারতের দ্বিতীয় নগরী এই মর্যাদা আদায় করে নিল। ১৭০০ সালে মহারাজা সোয়াই জয়সিং দ্বিতীয় নতুন রাজধানী নির্মাণের সিদ্ধান্ত নেন। তিনি দায়িত্ব দিয়েছিলেন অম্বর রাজ স্টেটের হিসাবরক্ষক বাঙালি বিদ্যাধর ভট্টাচার্যকে। তিনি একজন স্থপতি। তিনিই জয়পুরকে শিল্প শাস্ত্র ও বাস্তু শাস্ত্র মতে নগরী বানালেন। এটাই ভারতের প্রথম পরিকল্পিত নগরী। চার বছর ধরে নগরীর পত্তন শেষ হয় ১৭২৭ সালে।

ইতিহাসের অধ্যাপক নীকি চতুর্বেদীর মতে, জয়পুর শহর নির্মিত হয়েছে প্রাচীন ভারতীয় বাস্তু, মধ্যযুগের মুঘল স্থাপত্যে এবং রাজপুত শৌর্যের পরিচায়ক মিশ্রণে। সঙ্গে ইউরোপীয় আধুনিকতা। ইউনেস্কোর বিবৃতিতে এই কথাই বলা হয়েছে- ‘প্রাচীন হিন্দু, মুঘল এবং আধুনিক ইউরোপীয় স্থাপত্যের বিশ্রণে নির্মিত এই শহর।’ এর মধ্যেই রয়েছে বিখ্যাত হাওয়া মহল। বিবৃতিতে বলা হয়েছে দক্ষিণ এশিয়ার এই শহর বাণিজ্য ও সংস্কৃতির কেন্দ্রবিন্দু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই স্বীকৃতির জন্য সন্তোষ প্রকাশ করে ট্যুইট করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর