মঙ্গলবার, ৯ জুলাই, ২০১৯ ০০:০০ টা

ঝিনুকে হয় মুক্তা চাষ

নীলফামারী প্রতিনিধি

ঝিনুকে হয় মুক্তা চাষ

ডোমারে দুই যুবক নিজেদের পুকুরে শুরু করেছেন ঝিনুক থেকে মুক্তার চাষ। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে (ময়মনসিংহ) প্রশিক্ষণ নিয়ে সোনারায় ইউনিয়নের জামিরবাড়ী চাকধাপাড়া ও হাজিপাড়া গ্রামে তারা মাছ চাষের পাশাপাশি ঝিনুক থেকে মুক্তা চাষ শুরু করেছেন।

এই দুই যুবক হলেন চাকধাপাড়া গ্রামের জুলফিকার রহমান বাবলা ও হাজিপাড়া গ্রামের সেলিম আল মামুন বাবু। জুলফিকার রহমান বাবলার রয়েছে ৯০ শতক জমিতে মাছ চাষের প্রকল্প। আর সেলিম আল মামুন বাবুর রয়েছে ৫৭ শতকের জলাশয়ে মাছ চাষের প্রকল্প। সেলিম আল মামুন বাবু জানান, ৫০ হাজার ঝিনুক সংগ্রহ করে পুকুরে ছাড়েন। সেখান থেকে ৬০০টি ঝিনুকে মুক্তা চাষে সফল হয়েছেন। পরীক্ষামূলক প্রকল্প হলেও এরই মধ্যে মুক্তা আহরণে কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছে গেছেন তারা। তারা দীর্ষদিন ধরে বাণিজ্যিকভাবে মাছ উৎপাদন করে আসছিলেন। এরই মধ্যে তারা মাছের পুকুরেই ঝিনুক থেকে মুক্তা চাষের সম্ভাবনার কথা চিন্তা করেন। সে অনুযায়ী এক বছরের মাথায় জুন মাসে ঝিনুক থেকে মুক্তা আহরণ শুরু করেছেন সফল দুই উদ্যোক্তা। প্রতি শতক জমিতে (জলাশয়ে) ৬০ থেকে ৭০টি ঝিনুকে মুক্তা উৎপাদনে সক্ষম হয়েছেন। এখানে প্রতিটি দেশি ঝিনুকে একটি করে মুক্তা উৎপাদন করা হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর