মঙ্গলবার, ৯ জুলাই, ২০১৯ ০০:০০ টা

রাঙামাটিতে পাহাড় ধসে দুজনের প্রাণহানি

প্রতিদিন ডেস্ক

পাহাড়ধসে রাঙামাটিতে গতকাল দুজনের প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে এক শিশু এবং এক নারী রয়েছেন। এদিকে বান্দরবানের ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাস করা লোকজনকে সরাতে প্রশাসন থেকে মাইকিং শুরু হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর- রাঙামাটি : কাপ্তাই উপজেলায় বৃষ্টিতে পাহাড়ধসে এক নারী ও এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল দুপুর ১২টার দিকে উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের কলাবাগানের মালী কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই এলাকার সুনীল মল্লিকের ছয় বছরের ছেলে সূর্য সেন মল্লিক এবং তাহমিনা আক্তার (২৮)। জানা গেছে, রবিবার রাত থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টির মধ্যে কলাবাগানের মালী কলোনির পাহাড়ের পাদদেশে থাকা দুটি ঘর পাহাড়ধসে ভেঙে যায়। এ সময় ওই দুই ঘরের সবাই বের হতে পারলেও সূর্য সেন ও তাহমিনা আটকা পড়ে। পরবর্তীতে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সদস্যরা সূর্য সেনের লাশ এবং তাহমিনাকে আহতাবস্থায় উদ্ধার করেছেন। তাহমিনাকে হাসপাতালে নেওয়া হলে  সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বান্দরবান : বান্দরবানে শুরু হওয়া প্রবল বর্ষণে পাহাড়ধসে রাস্তার ওপর পড়ায় রুমা-থানচি সড়কে যোগাযোগ বন্ধ রয়েছে। রবিবার ভোররাতে রুমা সড়কের চিম্বুক ৯ মাইল নামক এলাকায় পাহাড়ধসে এ ঘটনা ঘটে। যোগাযোগ বন্ধ থাকায় এই সড়কে চলাচলকারী জনসাধারণ দুর্ভোগে পড়েছে। তবে সড়ক থেকে মাটি সরিয়ে নিতে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল। এর আগে শনিবার থেকে শুরু হওয়া টানা বর্ষণে জেলার বিভিন্ন এলাকায় রাস্তার মাটি সরে ও রাস্তার ওপর পাহাড়ের মাটি পড়ে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে। খাগড়াছড়ি : খাগড়াছড়িতে টানা বর্ষণে পৌর শহরের বিভিন্ন এলাকায় পাহাড়ধস দেখা দিয়েছে। গতকাল দুপুরে হাসপাতাল মসজিদের মুয়াজ্জিন মোতালেবের বাড়িটি পাহাড়ধসে ভেঙে পড়ে। এ সময় ঘরে তার পরিবারের কেউ না থাকায় তারা রক্ষা পেয়েছেন। মুয়াজ্জিন মোতালেব জানান, হঠাৎ করে তার পাশে পাহাড়ের কাছের পাকা দেয়ালটি ভেঙে পড়ে তার বাড়িতে। এ সময় তিনি এবং তার পরিবার বাইরে থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সর্বশেষ খবর