শিরোনাম
মঙ্গলবার, ৯ জুলাই, ২০১৯ ০০:০০ টা
সংসদে প্রশ্নোত্তর

ভারত থেকে আমদানি বেশি, রপ্তানি কম

নিজস্ব প্রতিবেদক

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ভারত থেকে পণ্য আমদানি হয় বেশি রপ্তানি হয় কম। তবে আগামী অর্থবছরে আমদানি ও রপ্তানিতে ঘাটতি কমিয়ে আনতে সরকার সচেষ্ট রয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের গতকালের বৈঠকে এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এ তথ্য জানান। বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশি পণ্যের বৈচিত্র্যের অভাবে রপ্তানি বাজার বড় হচ্ছে না। তবে, পণ্যে বৈচিত্র্য আনয়নের লক্ষ্যে সরকার বস্ত্রখাতে রপ্তানি বৃদ্ধির জন্য উচ্চ মূল্যের পণ্য উৎপাদন করা হচ্ছে, এগুলোর মধ্যে স্পোর্টসওয়্যার, মেডিকেল ইউনিফর্ম ও অন্যান্য। এসব পণ্য আমদানিকারকদের কাছে পরিচিত করা ও নতুন নতুন ক্রেতা তৈরির জন্য বাজার অন্বেষণে আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণ করা হচ্ছে। টিপু মুনশি জানান, দেশের রপ্তানি বাণিজ্য নির্দিষ্ট কয়েকটি পণ্যের মধ্যে সীমাবদ্ধ নয়। ১৯৭২-৭৩ অর্থ বছরে মাত্র ২৫টি পণ্য ৬৮টি দেশে রপ্তানি করে ৩৪৮ মিলিয়ন ডলার আয় হয়। আর ২০১৭-১৮ অর্থবছরে বাংলাদেশ থেকে ২০২টি দেশে ৭৪৪টি পণ্য রপ্তানি করে ৪১ হাজার ৭ দশমিক ৮৭ মিলিয়ন মার্কিন ডলার অর্জিত হয়েছে। তিনি বলেন, গত বছরে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০১৮ থেকে রাজস্ব আয় করেছে ১৭ কোটি ৮৫ লাখ ৯২ হাজার ১০০ টাকা, যা প্রায় ১৮ কোটি টাকার সমান। ১০ বছরে বিদেশে ৫৯ লাখ লোক গেছে : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ সংসদে জানিয়েছেন, সরকারের বিগত দুই  মেয়াদে ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে ৫৯ লাখ ৩৩ হাজার ৯৫ কর্মীর কর্মসংস্থান হয়েছে। এর মধ্যে ৮ লাখ ৫৪ হাজার ৮০৯ জন নারী কর্মীর প্রবাসে কর্মসংস্থান হয়েছে। প্রতিমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী ওমানে সর্বোচ্চ সংখ্যক ১১ লাখ ৮ হাজার ৪৮৬ জন, দ্বিতীয় সর্বোচ্চ সৌদি আরবে ১০ লাখ ৯২ হাজার ৪৭৩ জন এবং তার পরে সংযুক্ত আরব আমিরাতে ১০ লাখ ৩৬ হাজার ৯০ জন কর্মী গেছেন।

সর্বশেষ খবর