মঙ্গলবার, ৯ জুলাই, ২০১৯ ০০:০০ টা
আপিল বিভাগের আদেশ

বিশেষ সুবিধা পেলেও খেলাপিরা নতুন করে ঋণ পাবেন না

নিজস্ব প্রতিবেদক

ঋণখেলাপিদের বিশেষ সুবিধা বাংলাদেশ ব্যাংকের জারি করা সার্কুলারের ওপর হাই কোর্টের দেওয়া স্থিতাবস্থার আদেশ শর্তসাপেক্ষে আরও দুই মাসের জন্য স্থগিত করেছে আপিল বিভাগ। গতকাল প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেয়। এর ফলে ২ শতাংশ ডাউন পেমেন্টে ৯ শতাংশ সুদে ১০ বছরে খেলাপি ঋণ পরিশোধের সুযোগ রেখে কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলার আপাতত কার্যকর থাকছে। তবে কোনো ব্যবসায়ী এ সুবিধা নিলে দুই মাসের মধ্যে তিনি নতুন করে ব্যাংক থেকে ঋণ নিতে পারবেন না। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট গত ২১ মে ওই সার্কুলারের ওপর স্থিতাবস্থা জারি করে। এ বিষয়ে হাই কোর্টে জারি করা রুল নিষ্পত্তির জন্য বিচারপতি জেবিএম হাসানের নেতৃত্বাধীন হাই কোর্ট বেঞ্চকে দায়িত্ব দিয়েছে আপিল বিভাগ। আদালতে অর্থ বিভাগের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। গত ১৬ মে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়। এরপর হাইকোর্টে রিটের পরিপ্রেক্ষিতে ২১ মে ওই সার্কুলারের ওপর ২৪ জুন পর্যন্ত স্থিতাবস্থা বজায় রাখার জন্য আদেশ দেয় আদালত। ২৪ জুন এ স্থিতাবস্থার মেয়াদ আরও দুই মাস বাড়ানো হয়। পরে এ আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। অর্থ বিভাগের আবেদনের পরিপ্রেক্ষিতে ২ জুলাই আপিল বিভাগের চেম্বার আদালত হাই কোর্টের আদেশে স্থগিতাদেশ দেয়। একই সঙ্গে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠানো হয়। হিউম্যান রাাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের এক রিট আবেদনে হাই কোর্ট গত ১৩ ফেব্রুয়ারি এক আদেশে ঋণখেলাপির তালিকা দাখিলের জন্য বাংলাদেশ ব্যাংকের প্রতি নির্দেশ দেয়। ২৪ জুন হাই কোর্টে ঋণখেলাপিদের তালিকা দাখিল করা হয়। এ রিটের সঙ্গে সম্পূরক আবেদন হিসেবে ঋণখেলাপিদের সুবিধা দিয়ে বাংলাদেশ ব্যাংক যে নীতিমালা জারি করেছিল তা স্থগিতের জন্য রিটকারীপক্ষ আবেদন করে।

সর্বশেষ খবর