মঙ্গলবার, ৯ জুলাই, ২০১৯ ০০:০০ টা

বেঁচে আছেন এরশাদ তবে শঙ্কামুক্ত নন

নিজস্ব প্রতিবেদক

বেঁচে আছেন এরশাদ তবে শঙ্কামুক্ত নন

সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বেঁচে আছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল তবে শঙ্কামুক্ত নন। এইচ এম এরশাদের শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি জানাতে পার্টির বনানীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও এরশাদের ভাই গোলাম মোহাম্মদ (জি এম) কাদের চিকিৎসকদের বরাতে এ কথা জানান। জি এম কাদের বলেন, কৃত্রিমভাবে পল্লীবন্ধুর শ্বাস-প্রশ্বাস চলছে। ফুসফুস কিছুটা কাজ করছে। তাই অল্প অক্সিজেন দেওয়াতেই শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক আছে। সবকিছুই যন্ত্র ও ওষুধের মাধ্যমে সচল রাখা হয়েছে। চিকিৎসকদের বরাত দিয়ে তিনি বলেন, ব্লাড প্রেশার ও হার্টবিট স্বাভাবিক রয়েছে। তবে ফুসফুস, কিডনিসহ অঙ্গ-প্রত্যঙ্গ স্বাভাবিকভাবে কাজ করলেই লাইফ সাপোর্ট খুলে ফেলা হবে। এরশাদকে ঘুমের ওষুধ ও ব্যথানাশক ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। অবস্থার উন্নতি হলেই তাকে সচেতন করা হবে। প্রতিদিনই এরশাদের শরীরে রক্তের কিছু কিছু উপাদান দেওয়া হচ্ছে। এরশাদ ভালো আছেন বলা যাবে না, তিনি শঙ্কামুক্ত নন, তবে বেঁচে আছেন। এইচ এম এরশাদের সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া কামনা করেছেন জি এম কাদের। এ সময় কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল : এরশাদের আরোগ্য কামনায় দোয়া মাহফিল করেছে ঢাকা রেকসিন প্লাস্টিক চামড়া সুমেটারিয়াল বহুমুখী সমবায় সমিতি। রাজধানীর বংশালে মাহফিলে সমিতির সভাপতি হাজী সাইফুদ্দিন আহমেদ মিলনসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া এরশাদের রোগমুক্তি কামনা করে রাজধানীর শনির আখড়ার শ্রীশ্রী শনি মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। মন্দির কমিটির সভাপতি ও ৫৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক, সুজন দে, ডি কে সমীর, ইন্দ্রজিত দাসসহ সহস্রাধিক ভক্ত প্রার্থনা অনুষ্ঠানে অংশ নেন।

সর্বশেষ খবর