বুধবার, ১০ জুলাই, ২০১৯ ০০:০০ টা

জঙ্গি বাড়াতে প্রেম-বিয়ে ফাঁদ

নিজস্ব প্রতিবেদক

জঙ্গি বাড়াতে প্রেম-বিয়ে ফাঁদ

গ্রেফতার দুজন

প্রেম ও বিয়ের ফাঁদে ফেলে জঙ্গিবাদে ভেড়ানোর অভিযোগে নিষিদ্ধ সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার ও গতকাল মঙ্গলবার পৃথক অভিযানে র‌্যাবের দুটি দল বরিশাল থেকে জান্নাতুল নাঈমা (২২) এবং রাজধানীর ডেমরা এলাকা থেকে মো. আফজাল হোসেনকে (২৩) গ্রেফতার করে। অভিযান পরিচালনাকারী কর্মকর্তা র‌্যাব-২-এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মহিউদ্দীন ফারুকী এ প্রতিবেদককে বলেন, সদস্যসংখ্যা বাড়াতে বিভিন্ন প্রলোভন দেখিয়ে নারী সদস্য সংগ্রহের লক্ষ্যে জঙ্গিরা দাওয়াতি কার্যক্রম পরিচালনা করছে- এমন খবরের ভিত্তিতে র‌্যাব গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখে জানতে পারে, চট্টগ্রাম মহানগর এলাকা থেকে সাফিয়া আক্তার তানজী (২২) নামে এক তরুণী ২৬ জুন সকালে বাড়ি থেকে নিখোঁজ হন। পরে সোমবার রাতে বরিশাল শহরের একটি মাদ্রাসায় অভিযান পরিচালনা করে ভিকটিম সাফিয়া আক্তার তানজীকে উদ্ধার এবং আনসার আল ইসলামের সক্রিয় নারী সদস্য জান্নাতুল নাঈমাকে (২২) চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, গ্রেফতার নাঈমার দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল সকালে রাজধানীর ডেমরা এলাকায় অভিযান চালিয়ে আনসার আল ইসলামের সক্রিয় সদস্য মো. আফজাল হোসেনকে (২৩) শেরপুর থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে উগ্রবাদী বই ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ভিকটিম তানজীকে কথিত প্রেমিকের সঙ্গে বিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে চট্টগ্রাম থেকে বরিশাল নিয়ে আসা এবং জঙ্গি সংশ্লিষ্টতায় সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। র‌্যাব সূত্র বলছে, ভিকটিম সাফিয়া আক্তার তানজী চট্টগ্রামের একটি কলেজে বিবিএ অধ্যয়নরত ছিলেন। দুই বছর ধরে তিনি বাবা-মায়ের সঙ্গে চট্টগ্রামে বসবাস করে আসছিলেন। ফেসবুকে নাঈমাসহ বেশ কয়েকজন মেয়ের সঙ্গে পরিচয়ের সূত্র ধরে বরিশালের বাসিন্দা সহিফুল ওরফে সাইফের তানজীর পরিচয় হয়। নাঈমা ও অন্য মহিলাদের প্ররোচনায় সাইফুলের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। পরে ভিকটিম তানজী তার ফেসবুক বন্ধু নাঈমা ও সহযোগী অন্য নারী-পুরুষ সহযোগীদের প্ররোচনায় সাইফুলকে বিয়ে করতে ২৬ জুন নাঈমার সঙ্গে বরিশালের উদ্দেশে বের হন। কথিত প্রেমিক সাইফুল বরিশালে তানজীকে একটি মাদ্রাসায় হিফজ বিভাগে ভর্তি করিয়ে দিয়ে সময়ক্ষেপণ করতে থাকেন। ওই সময়ের মধ্যে তাকে জঙ্গিবাদে উদ্বুদ্ধ করার কার্যক্রম চলতে থাকে। গ্রেফতার আফজাল হোসেন দীর্ঘদিন ধরে আনসার আল ইসলামের সঙ্গে জড়িত।

তিনি বর্তমানে রাজধানী ঢাকার নিকটস্থ একটি এলাকার স্থানীয় সংগঠক।

সর্বশেষ খবর