বুধবার, ১০ জুলাই, ২০১৯ ০০:০০ টা

মহাসড়কে যানবাহন তল্লাশি করতে স্ক্যানার চায় বিজিবি

আপত্তি জনপ্রশাসন মন্ত্রণালয়ের

আনিস রহমান

মহাসড়কে পণ্যবাহী ট্রাক কিংবা যাত্রীবাহী সন্দেহজনক বাস তল্লাশির জন্য ছয়টি ভ্রাম্যমাণ ভেহিকেল স্ক্যানার চায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ জন্য তারা একটা প্রস্তাবও পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। সেই প্রস্তাবের যথার্থতা বিবেচনার জন্য প্রস্তাবটি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরপর প্রশ্ন তোলে জনপ্রশাসন মন্ত্রণালয়।  তারা বলছে, বিজিবির কাজ সীমান্তে। তারা কেন মহাসড়কে তল্লাশি করবে। তাহলে পুলিশসহ অন্যদের কাজ কী? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ সূত্র জানায়, মহাসড়কে তল্লাশির জন্য বিজিবি সদর দফতর থেকে ছয়টি অত্যাধুনিক ভেহিকেল স্ক্যানার চেয়ে সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আবেদন করা হয়। এ আবেদনটি বিবেচনার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। কিন্তু বিজিবির ওই আবেদনে আপত্তি জানিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আবেদনটি ফের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফেরত পাঠানো হয়। সূত্র জানায়, জনপ্রশাসন মন্ত্রণালয় আপত্তি জানিয়ে বলেছে, বিজিবির দায়িত্বপূর্ণ এলাকা হচ্ছে সীমান্ত এবং সীমান্ত থেকে আট কিলোমিটার ভিতরে। এর বাইরে কাজ করার জন্য কাস্টমস ও পুলিশসহ অন্যান্য সংস্থা বা বাহিনী রয়েছে। বিজিবি তার দায়িত্বপূর্ণ এলাকার বাইরে এসে যানবাহন তল্লাশি করলে অন্যদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হতে পারে; যা সুখকর হবে না। এ ব্যাপারে জানতে চাইলে বিজিবি সদর দফতরের এক কর্মকর্তা বলেন, আমরা তো সরকারের কাছে অনেক কিছুই চাই, কোনটা দেবে কোনটা দেবে না বিষয়টি তাদের ওপর নির্ভর করে। তবে আমরা যে স্ক্যানের চেয়েছি তা জরুরি বলেই চাওয়া হয়েছে। বিজিবির আরেক কর্মকর্তা জানান, চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ ও হিলি বন্দরসহ অন্যান্য স্থলবন্দরে গাড়ি তল্লাশির জন্য বিজিবির ভেহিকেল স্ক্যানার আছে। এর পরও কিছু কিছু পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসে করে চোরাকারবারিরা অভিনব কায়দায় অবৈধভাবে মালামাল বহন করে থাকে বলে খবর পাওয়া যায়। তখন ওই যানবাহনের পিছু নিয়ে পথিমধ্যে মহাসড়কে তা আটক করে তল্লাশি করতে হয়। ওই সময় যানবাহন বিশেষ করে বাসের যাত্রীরা চরম বিরক্তি বোধ করেন। সে কারণে কাউকে বিরক্ত না করে ভ্রাম্যমাণ ভেহিকেল স্ক্যানার দিয়ে তা তল্লাশি করাই ভালো। ভ্রাম্যমাণ ভেহিকেল স্ক্যানার থাকলে সন্দেহভাজন যানবাহন তল্লাশি করা এবং চোরাই মালামাল জব্দ করা সহজ হতো। এ জন্যই আধুনিক স্ক্যানার চাওয়া হয়েছে।

সর্বশেষ খবর