বুধবার, ১০ জুলাই, ২০১৯ ০০:০০ টা
মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলা

চার বছর পর জামিনে মুক্ত সাবেক এমপি রানা

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলার আসামি সাবেক এমপি আমানুর রহমান খান রানা টাঙ্গাইল কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। তিনি প্রায় চার বছর বিভিন্ন কারাগারে থাকার পর গতকাল সকালে জামিনে মুক্তি পান। জেল গেট থেকে বের হয়েই তিনি ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়ার জন্য সরাসরি ঢাকার উদ্দেশ্যে রওনা হন। ফারুক আহমেদ হত্যা মামলায় হাই কোর্ট থেকে আগেই জামিনে ছিলেন রানা। অন্যদিকে জেলা যুবলীগের দুই নেতা হত্যা মামলায় তিনি জামিন পেলেও তা স্থগিত ছিল। পরে সোমবার ওই জামিন আপিল বিভাগ বহাল রাখায় তিনি গতকাল জামিনে বের হন।

এর আগে টাঙ্গাইল জেলা কারাগার এলাকাসহ শহরের কয়েকটি পয়েন্টে পুলিশ কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়। পুলিশ ও কারারক্ষীরা কারাগারের আশপাশে কাউকে ভিড়তে দেয়নি। এদিকে সকাল থেকেই তার কর্মী-সমর্থকরা কারাগার গেটে ভিড় করতে থাকে। এ সময় কারারক্ষী ও পুলিশ তাদের দূরে সরিয়ে দেয়। উল্লেখ্য, ২০১৩ সালের ১৮ জানুয়ারি জেলা আওয়ামী লীগ সদস্য ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ তার কলেজপাড়া এলাকার বাসার কাছ থেকে উদ্ধার করা হয়। ঘটনার তিন দিন পর তার স্ত্রী নাহার আহমেদ বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেন। ২০১৬ সালের ৩ ফেব্রুয়ারি তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেয় গোয়েন্দা পুলিশ। তবে মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলায় সাবেক এমপি রানা উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন। এ ছাড়াও টাঙ্গাইল জেলা যুবলীগ নেতা মামুন-শামীম হত্যা মামলার জামিন গত সোমবার আপিল বিভাগে বহাল থাকায় গতকাল তিনি মুক্তি পান। এ মামলায় সাবেক এমপি রানা ছাড়াও তার তিন ভাই টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র সহিদুর রহমান খান মুক্তি, ব্যবসায়ী নেতা জাহিদুর রহমান খান কাঁকন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি সানিয়াত খান বাপ্পাসহ ১৪ জন আসামি রয়েছে।

সর্বশেষ খবর