বুধবার, ১০ জুলাই, ২০১৯ ০০:০০ টা

রোহিঙ্গাদের জন্য ভারত ২৫০টি ঘর দিয়েছে মিয়ানমারকে

গৌতম লাহিড়ী, নয়াদিল্লি

মিয়ানমার থেকে বিতাড়িত ও বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গারা বাংলাদেশ থেকে স্বদেশে ফিরে এলে তাদের বসবাসের জন্য কারখানায় তৈরি যে ২৫০টি ঘর ভারত মংদুতে স্থাপন করেছে, সেগুলো গতকাল মিয়ানমারের হাতে তুলে দিয়েছে।

রাখাইন প্রদেশ উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের জন্য ২ কোটি ৫০ লাখ ডলারের ৫ বছর মেয়াদি যে প্রকল্প ভারত নেয়, তারই অধীনে মংদুতে এই ঘরগুলো বসানো হয়েছে। এসব ঘরের বিভিন্ন অংশ কারখানায় বানিয়ে পরে সংযোজন করা হয়। ভারতের রাষ্ট্রদূত সৌরভ কুমার গৃহ অর্পণ সংক্রান্ত কাগজপত্র মিয়ানমারের সমাজকল্যাণ মন্ত্রী ড. উইন মিয়াত আয়েইর হাতে তুলে দেন। রাখাইনের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সহায়তার জন্য ভারত ও মিয়ানমার ১৯১৭ সালে সমঝোতা স্মারক স্বাক্ষর করে।

সর্বশেষ খবর