শনিবার, ১৩ জুলাই, ২০১৯ ০০:০০ টা

বসুন্ধরায় গৃহসজ্জা প্রদর্শনী দৃষ্টি কেড়েছে ক্রেতার

নিজস্ব প্রতিবেদক

বসুন্ধরায় গৃহসজ্জা প্রদর্শনী দৃষ্টি কেড়েছে ক্রেতার

বনশ্রীর বাসিন্দা সুলতানা রহমান তার কলেজপড়–য়া মেয়েকে নিয়ে গতকাল এসেছিলেন হোম এপ্লায়েন্স অ্যান্ড হাউসহোল্ড প্রোডাক্টস বা এইচএইচ এক্সপোতে। প্রদর্শনীর টপার কুকওয়ারের স্টলে স্টেইনলেস স্টিলের বাসন দেখছিলেন তিনি। কথা হলে বাংলাদেশ প্রতিদিনকে তিনি বলেন, ‘দৈনন্দিন ব্যবহারের প্রয়োজনীয় গৃহসামগ্রী এই প্রদর্শনীতে পাওয়া যাচ্ছে। সকালে পত্রিকায় দেখে এখানে এসেছি।’

এ আয়োজনের প্রশংসা করে সুলতানা বলেন, আগে শুধু বাণিজ্য মেলায় গিয়ে ঘরের প্রয়োজনীয় সামগ্রী কিনতাম। এ ধরনের আন্তর্জাতিক প্রদর্শনীর আয়োজন            করায় পণ্য ক্রয়ের আরও সুযোগ তৈরি হয়েছে। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আয়োজিত এই গৃহসজ্জা সামগ্রীর প্রদর্শনী এইচএইচ এক্সপো-১৯-এর আজ শেষ দিন। গতকাল ছুটির দিনে বৃষ্টি থাকা সত্ত্বেও আগ্রহী ক্রেতারা হাজির হয়েছিলেন প্রদর্শনীতে। প্রদর্শনীতে ‘নোয়া’ নিয়ে এসেছে সর্বাধুনিক ওয়াটার পিউরিফায়ার। বিভিন্ন মডেলের এসব পিউরিফায়ার দৈনন্দিন জীবনযাপনকে আরও সহজ করে তুলবে বলে নোয়ার বিক্রয় প্রতিনিধিরা জানান। এ ছাড়াও দেশে চাষ করা মুক্তার তৈরি সুন্দর গহনা প্রদর্শিত হচ্ছে প্রদর্শনীতে। ব্রাইট কুকওয়ারের স্টলে গিয়ে দেখা গেছে, অ্যালুমিনিয়াম ও স্টিলের বাসন ছাড়াও ননস্টিক বাসন, প্রেসার কুকার, গ্যাস স্টোভসহ বিভিন্ন ধরনের হোম এপ্লায়েন্স প্রদর্শিত হচ্ছে। ডিজাইন টেক সলিউশন নামের স্টলটিতে কার ক্যামেরা উইথ জিপিএস ট্রাকিং, ডিজিটাল ডোর লক, থ্রিডি হলোগ্রাম ফ্যান, ওজোন জেনারেটর, সিসি টিভি ক্যামেরার মতো আধুনিক যন্ত্রপাতি প্রদর্শিত হচ্ছে। এই স্টলের সামনে দাঁড়িয়ে উৎসুক এক দর্শনার্থী মারুফ ইসলাম বলেন, ঘরের নিরাপত্তার জন্য অনেক আধুনিক যন্ত্রপাতি দেখতে পাচ্ছি। এ ছাড়া মিনিস্টার, ভিগো, হায়ারের মতো ইলেকট্রনিক পণ্যের স্টলগুলোতে আগ্রহীদের ভিড় জমাতে দেখা গেছে। এসব স্টলে স্মার্ট টিভি, ফ্যান, ওয়াশিং মেশিন, ব্লেন্ডার, সাউন্ড সিস্টেমের মতো প্রয়োজনীয় গৃহসামগ্রী প্রদর্শিত হচ্ছে। এ ছাড়াও স্যাভর ইন্টারন্যাশনাল লিমিটেডের আয়োজনে এই প্রদর্শনীতে দেশ-বিদেশের স্বনামধন্য প্রতিষ্ঠানের ইলেকট্রিক হোম এপ্লায়ান্স, মডার্ন কিচেন টেকনোলজি, হোম ডেকোরেটিভ পণ্য, ফার্নিচার, পেইন্ট, কোট, গ্লাস-গ্ল্যাজিং ও প্লাস্টিক হাউসহোল্ডসহ বিভিন্ন পণ্য প্রদর্শিত হচ্ছে। আয়োজক কর্তৃপক্ষ জানান, বাংলাদেশ ছাড়াও প্রদর্শনীতে ভারত, চায়না, সিঙ্গাপুর, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের ১০০টিরও অধিক স্টলে ঘর সাজানো ও ঘরের নিরাপত্তা সামাগ্রী বিক্রি ও প্রদর্শিত হচ্ছে।

সর্বশেষ খবর