শনিবার, ১৩ জুলাই, ২০১৯ ০০:০০ টা

মামুনের জন্মদিনে ‘মেরাজ ফকিরের মা’

সাংস্কৃতিক প্রতিবেদক

মামুনের জন্মদিনে ‘মেরাজ ফকিরের মা’

শৈল্পিক নাট্যকার, অভিনেতা, নির্দেশক ও চলচ্চিত্রকার আবদুল্লাহ আল মামুনের ৭৭তম জন্মদিনে গতকাল শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে দুই দিনের অনুষ্ঠানমালা। প্রথম দিন সন্ধ্যায় আবদুল্লাহ আল        মামুন    রচিত ও নির্দেশিত ‘মেরাজ ফকিরের মা’ নাটকটির ১৯৮ ও ১৯৯তম প্রদর্শনী করে থিয়েটার। একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শুরু হয়েছে জন্মজয়ন্তীর এ আয়োজন। যৌথভাবে এ অনুষ্ঠানমালার আয়োজন করেছে শিল্পকলা একাডেমি ও শীর্ষস্থানীয় নাটকের দল থিয়েটার। ‘মেরাজ ফকিরের মা’  নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেন রামেন্দু মজুমদার, ফেরদৌসী মজুমদার, ত্রপা মজুমদার, মজিবর রহমান জুয়েল, তানজুম আরা পল্লী, মারুফ কবির, সাইফ  জোয়ারদার, আবদুল কাদের, তোফা হোসেন প্রমুখ। জন্মোৎসব আয়োজনের শেষ দিন আজ শনিবার বিকালে একাডেমির সেমিনার রুমে অনুষ্ঠিত হবে ‘বর্তমান প্রেক্ষিতে নাট্য প্রযোজনা ও অভিনয়’ শীর্ষক আবদুল্লাহ আল মামুন স্মারক বক্তৃতানুষ্ঠান। এতে বক্তৃতা করবেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ। এরপর সন্ধ্যায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে ‘মেরাজ ফকিরের মা’ নাটকের ২০০তম মঞ্চায়ন হবে। ২০০তম প্রদর্শনী ও আবদুল্লাহ আল মামুনের ৭৭তম জন্মদিন স্মরণীয় করে রাখতে এ নাটকটিতে একটানা অভিনয়ের জন্য এ দিন থিয়েটার নাটকটির ৩ জন অভিনয়শিল্পী- ফেরদৌসী মজুমদার, রামেন্দু মজুমদার এবং মারুফ কবিরকে সম্মাননা স্মারক প্রদান করবে।    

 

সর্বশেষ খবর