শিরোনাম
শনিবার, ১৩ জুলাই, ২০১৯ ০০:০০ টা

বৃষ্টিপাতে রেকর্ড রাজধানীতে

চলবে আরও তিন দিন

নিজস্ব প্রতিবেদক

আষাঢ়ের শুরু গ্রীষ্মের তাপদাহে হলেও এখন ভারি বর্ষণে প্রকৃতি বার্তা দিচ্ছে প্রকৃত বর্ষার। গতকাল রাজধানীতে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ৮০ মিলিমিটার। আগামী তিন দিনও বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে জানা যায়, মৌসুমি বায়ু বাংলাদেশে সক্রিয় থাকায় বৃষ্টির আভাস রয়েছে। আগামী তিন দিন বৃষ্টি হবে। তবে পরিমাণ কমতে পারে। গতকাল ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট, রংপুর, খুলনা, বরিশালের অধিকাংশ জায়গায় বৃষ্টি হয়েছে। তবে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে ঢাকায়। সকালের দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থাকলেও বেলা বাড়তেই শুরু হয়                 টানা বর্ষণ। দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত তিন ঘণ্টার বৃষ্টিতে ভাসিয়ে দেয় রাজধানী। আজও দেশের অধিকাংশ জায়গায় মাঝারি থেকে ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। কিছু জায়গায় দমকা হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টিও হতে পারে। আজকের দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে জানানো হয়েছে।

সর্বশেষ খবর