শনিবার, ১৩ জুলাই, ২০১৯ ০০:০০ টা

আবারও কিশোর গ্যাংয়ের বলি আটক ৪

নিজস্ব প্রতিবেদক

আবারও কিশোর গ্যাংয়ের বলি হলো গাজীপুরের এক কিশোর। তুচ্ছ ঘটনার জেরে গাজীপুরে নবম শ্রেণির শিক্ষার্থী শুভ আহমেদকে হত্যা করে তারই এক সহপাঠী। এ মামলার আসামিদের গ্রেফতারের পর এ তথ্য বের হয়ে আসে। হত্যায় ব্যবহৃত ধারালো সুইচ গিয়ার চাকু জব্দ করা হয়েছে। হত্যায় জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার চারজনকে আটক করেছে র‌্যাব। আটককৃতরা হলো- মৃদুল হাসান পাপ্পু (১৭), সাব্বির আহমেদ (১৬), রাব্বু হোসেন রিয়াদ (১৬) ও নূর মোহাম্মদ রনি (১৬)। গতকাল  রাজধানীর উত্তরায় র‌্যাব-১ এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সিও সারওয়ার-বিন-কাশেম জানান, গত ৬ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয়  প্রস্তাবটির বিভিন্ন দিক তুরে ধরেন। তিনি জানান, ফিলিপাইন ও ভিয়েতনাম প্রস্তাবটির পৃষ্ঠপোষক হয়েছে। এ ছাড়া ৪৩টি রাষ্ট্র  এ প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়েছে। বাংলাদেশের রাষ্ট্রদূত বলেন, এই প্রস্তাব ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কাজ করা আগের যে কোনো সময়ের তুলনায় বেশি গুরুত্বপূর্ণ। বৈজ্ঞানিক তথ্য-উপাত্ত থেকে জানা যায়, আগে জলবায়ু পরিবর্তনের প্রভাব যে গতিতে পড়ার আশঙ্কা করা হয়েছিল বাস্তবে তার চেয়েও অনেক দ্রুত ঘটছে। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর দায় কম থাকলেও প্রভাব পড়ছে অনেক বেশি। জলবায়ু পরিবর্তন এই দেশগুলোর মানবাধিকার চর্চা ও উন্নয়নে বিরূপ প্রভাব ফেলছে। পাকিস্তান ও ফিজির প্রতিনিধিরা তাদের বক্তব্যে বাংলাদেশের প্রস্তাবের প্রতি পূর্ণ সমর্থন ও সাধুবাদ জানান। ডেনমার্কের প্রতিনিধি আশা করেন, সব রাষ্ট্র নিজ নিজ অবস্থানে থেকে জলবায়ুর পরিবর্তন মোকাবিলায় ভূমিকা রাখবে এবং মানবাধিকারের প্রতি সম্মান দেখাবে। জেনেভা থেকে পাওয়া খবরে জানা গেছে, গৃহীত প্রস্তাবটিতে জলবায়ু পরিবর্তন মোকাবিলার উদ্যোগে প্রতিবন্ধীদের সুরক্ষার ওপর জোর দেওয়া হয়েছে। প্রস্তাবটিতে জলবায়ুর পরিবর্তনের ফলে আকস্মিক প্রাকৃতিক বিপর্যয়, ধীরে ধীরে সংগঠিত বিপর্যয় এবং সব ধরনের মানবাধিকার চর্চার ওপর এসব বিপর্যয়ের বিরূপ প্রভাবের ব্যাপারে উদ্বেগ জানানো হয়েছে। সবার, বিশেষ করে সবচেয়ে ঝুঁকিতে থাকা উন্নয়নশীল দেশগুলোর ও তাদের জনগণের ওপর জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় দ্রুত উদ্যোগ নেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে প্রস্তাবে।

 

সর্বশেষ খবর