শনিবার, ১৩ জুলাই, ২০১৯ ০০:০০ টা

কমছেই না ডেঙ্গু জ্বর, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৩ জন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ৭৩ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশনের উদ্যোগ বাড়াতে এবং নাগরিক সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন সংগঠন মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ করেছে।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমারজেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৭৩ জন। এখন পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮০৯ জন। এ মাসে গতকাল পর্যন্ত ১ হাজার ৬৪৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪৫৯ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন ৩৫০ জন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৮০ জন, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে ৪৪ জন, সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে ৪৭ জন, সেন্ট্রাল হাসপাতালে ৬৯ জন এবং বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ৪৮ জন চিকিৎসাধীন রয়েছেন। জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিসবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. এম এম আক্তারুজ্জামান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ডেঙ্গু নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। শরীরে জ্বর অনুভূত হলে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। প্রচুর ফ্লুইড অর্থাৎ তরল খাবার খাওয়াতে হবে। ডেঙ্গু রোগীকে প্যারাসিটামল ছাড়া কোনো ব্যথার ওষুধ খাওয়ানো যাবে না। এদিকে মশক নিধনে সিটি করপোরেশনের ব্যর্থতা উল্লেখ করে বিক্ষোভ ও র‌্যালি করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। ডেঙ্গু প্রতিরোধে জরুরি ব্যবস্থা গ্রহণের      দাবি জানিয়েছে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গৌরব ’৭১। এ ছাড়া জাতীয় প্রেস ক্লাবের সামনে ডেঙ্গু প্রতিরোধে কর্মসূচি পালন করেছে বেশ কিছু সংগঠন।               

 

সর্বশেষ খবর