শনিবার, ১৩ জুলাই, ২০১৯ ০০:০০ টা

উত্ত্যক্তের প্রতিবাদ করায় নারীকে পেটাল পুলিশ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার ধুনট উপজেলায় উত্ত্যক্তের প্রতিবাদ করায় কৌশলে থানায় ডেকে এনে ৪২ বছর বয়স্ক দুই সন্তানের জননীকে পিটিয়ে আহত করেছে পুলিশ। গতকাল বেলা ১১টায় মারপিটে আহত ওই নারীকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ধুনট থানার এএসআই শাহানুর রহমানকে ক্লোজ করা হয়েছে। ধুনট থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়া শহরের নাটাইপাড়া বৌবাজার এলাকার জাকির হোসেনের স্ত্রী দুই সন্তানের জননী স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় দীর্ঘদিন ধরে তার বাবা একই    এলাকার জাবেদ আলীর বাড়িতে থাকেন। বগুড়া জজ কোর্টের সামনে তিনি একটি খাবারের দোকান দেন। বগুড়ায় চাকরি করাকালে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহানুর রহমান তার দোকানে খেত এবং নিয়মিত যাতায়াত করত। সেই সুবাদে তার সঙ্গে শাহানুরের গভীর সখ্যতা গড়ে ওঠে এবং  তার কাছ থেকে ৬০ হাজার টাকা ধার নেয় শাহানুর। ২০১৬ সালে তিনি বগুড়া থেকে বদলি হয়ে ধুনট থানায় যোগদান করেন। টাকা চেয়ে না পেয়ে ওই নারীর সঙ্গে শাহানুরের সম্পর্কের ফাটল ধরে। ওই নারী বলেন, শাহানুর কৌশলে আমার নিকট থেকে ৬০ হাজার টাকা নিয়েছে। সেই টাকা চাইতে ১২ জুলাই সকালে ধুনট থানায় গেলে সে আমার ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে এবং আমাকে পিটিয়ে থানা থেকে বের করে দেয়। পরে স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এএসআই শাহানুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে সে আমাকে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করছিল। খবর পেয়ে শুক্রবার দুপুরে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মোকবুল হোসেন ও গাজিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে আহত নারীর চিকিৎসার খোঁজখবর নেন। বিকাল সাড়ে ৪টায় এ সংবাদ লেখা পর্যন্ত উভয় পক্ষের মধ্যে সমঝোতার প্রক্রিয়া চলছে। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান জানান, ধুনট থানার এএসআই শাহানুর রহমানকে ক্লোজড করা হয়েছে। মৌখিকভাবে তার বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে।  ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন,  সংবাদ পেয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন ২ কর্মকর্তা ঘটনাস্থলে এসেছেন। তারা এ বিষয়টি খতিয়ে দেখছেন। তাদের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর