রবিবার, ১৪ জুলাই, ২০১৯ ০০:০০ টা
পৈশাচিক নির্যাতন

ভেন্টিলেটর দিয়ে পালাতে গিয়ে দুই শিশু আহত

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ধানমন্ডিতে গৃহকর্তার নির্যাতন সইতে না পেরে পালানোর সময় স্বপন ও শরীফ নামে দুই শিশু আহত হয়েছে। গতকাল সকালে ধানমন্ডির ১৪/এ সড়কের ২৮ নম্বর বাড়ির ৭/এ ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। দুই শিশুর মধ্যে শরীফকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গৃহকর্তাসহ চারজনকে আটক করেছে পুলিশ।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ জানান, ৭/এ নম্বর ফ্ল্যাটের গৃহকর্তা গোলাম কিবরিয়ার বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করত শরীফ ও স্বপন। সকালে গৃহকর্তার নির্যাতন সইতে না পেরে ওই দুই শিশু বাসার বাথরুমের ভেন্টিলেটর দিয়ে রশি বেয়ে পালানোর চেষ্টা করে। এ সময় পড়ে গিয়ে শরীফের বাম পা ভেঙে গেছে। চিকিৎসকরা বলছেন, মাথা ও পায়ে আঘাতপ্রাপ্ত শরীরের অবস্থা গুরুতর। তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। শরীফের বাবার নাম রফিক মিয়া। আর স্বপনকে ঝুলন্ত অবস্থায় ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সে থানায় আমাদের হেফাজতে রয়েছে। ওসি আরও জানান, এ ঘটনায় ওই বাসার গৃহকর্তা গোলাম কিবরিয়া, তার স্ত্রীসহ চারজনকে আটক করা হয়েছে। তিনি বলেন, আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি, শরীফ ও স্বপনকে নির্যাতন করা হতো। এ নির্যাতন সইতে না পেরেই তারা পালানোর চেষ্টা করে। আহত শরীফ সাংবাদিকদের জানায়, ওই বাসার লোকজন তাদের মারধর ও বকাঝকা করত। বাসার বাইরে যেতে দিত না। তাই তারা পালাতে চেয়েছিল। ওই বাসার গৃহকর্তার বাড়ি নোয়াখালীর সেনবাগ এলাকায়।

সর্বশেষ খবর