রবিবার, ১৪ জুলাই, ২০১৯ ০০:০০ টা

সালমার দ্বিতীয় স্বামীর প্রতারণার বিচার চাইলেন প্রথম স্ত্রী

নিজস্ব প্রতিবেদক

সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার স্বামী সানাউল্লাহ নূরীর বিরুদ্ধে প্রতারণা ও নির্যাতনের অভিযোগ এনেছেন রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। ওই ছাত্রীর নাম তাসনিয়া মুনিয়াত পুষ্মী। সালমার সঙ্গে বিয়ে হওয়ার আগে ২০১৪ সালে পুষ্মীকে বিয়ে করেছিলেন সানাউল্লাহ। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত সংবাদ সম্মেলনে এসব জানান তাসনিয়া মুনিয়াত পুষ্মী। তিনি ধানমন্ডি ইস্টার্ন ইউনিভার্সিটির এলএলএম শেষ বর্ষের ছাত্রী। তার অভিযোগ, সানাউল্লাহ নূরী তার সঙ্গে প্রতারণা করে সালমাকে বিয়ে করেছেন। এ ছাড়া তাকে শারীরিক নির্যাতন ও প্রতারণা করে সানাহউল্লাহ নূরী তার পরিবারের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ারও অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলনে পুষ্মীর বাবা বিসিএস শিক্ষা ক্যাডারের সাবেক কর্মকর্তা অধ্যাপক এম আখতার আলম এবং মা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা দিলারা খানম উপস্থিত ছিলেন। পুষ্মী জানান, ‘২০১৪ সালের ৩ জুন ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সাখাওয়াত হোসেনের ছেলে সানাউল্লাহ নূরীর সঙ্গে তার বিয়ে হয়। ২০১৭ সালে সানাউল্লাহ নূরী লন্ডন যাওয়ার কথা বলে তার মায়ের কাছ থেকে সাড়ে ৬ লাখ টাকা নেন। আরও সাড়ে ৩ লাখ টাকা নূরীর বাবা-মাকে দেওয়া হয়। নূরীর ইংল্যান্ড যাওয়া বাতিল হলে সেই টাকা দিয়ে নূরী ব্যবসা শুরু করেন। ব্যবসার জন্য আরও ১০ লাখ টাকা দাবি করেন। এ টাকা দিতে রাজি না হলে ২০১৮ সালের ৫ জুলাই তার ওপর অমানুষিক নির্যাতন চালানো শুরু করেন নূরী। নির্যাতনের একপর্যায়ে তিনি একটি বেসরকারি হাসপাতালে তিন দিন চিকিৎসাধীন ছিলেন। গত বছরের ৭ সেপ্টেম্বর সানাউল্লাহ নূরী ‘বার-এট-ল’ করতে লন্ডন যান। লন্ডন যাওয়ার পর ২-১ দিন যোগাযোগ করে হঠাৎ সব যোগাযোগ বন্ধ করে দেন। নূরীর বিবাহিত স্ত্রী হয়েও তার ভরণ পোষণের কোনো ব্যবস্থা না করায় গত বছরের ৫ জুলাই কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন পুষ্মীর মা। এরই মধ্যে সানাউল্লাহ লন্ডন থেকে ফিরে কণ্ঠশিল্পী সালমাকে গত বছরের ৩১ ডিসেম্বর বিয়ে করেন। কক্সবাজারের মামলায় উচ্চ আদালতের আদেশ অমান্য করায় নূরী বর্তমানে কক্সবাজার জেলহাজতে রয়েছেন।

সর্বশেষ খবর