সোমবার, ১৫ জুলাই, ২০১৯ ০০:০০ টা
ইতিহাসের কাঠগড়ায় এরশাদ

তিনি ছিলেন ঘটন অঘটনের নায়ক

-অসীম কুমার উকিল

নিজস্ব প্রতিবেদক

তিনি ছিলেন ঘটন অঘটনের নায়ক

নব্বইয়ের সামরিক শাসনবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম ছাত্রনেতা অসীম কুমার উকিল বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে নানা ‘ঘটন-অঘটনের নায়ক’ ছিলেন হুসেইন মুহম্মদ এরশাদ। দেশের রাজনীতিতে তিনি বহুল আলোচিত চরিত্র ছিলেন। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এরশাদ জমানার পর বিভিন্ন সময়ে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো সবাই এরশাদের সহায়তা চেয়েছে জোট কিংবা সরকার গঠনে- এ বিষয়টিকে কীভাবে মূল্যায়ন করবেন? এ প্রসঙ্গে অসীম কুমার উকিল এমপি বলেন, আমি তার বিদেহি আত্মার মাগফিরাত কামনা করি। বাংলাদেশের রাজনীতিতে বহুল আলোচিত চরিত্র হচ্ছেন হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি স্বৈরাচার ছিলেন, সামরিক শাসক ছিলেন। দেশের গণতান্ত্রিক কাঠামোকে দুর্বল করেছেন। আবার সাম্প্রতিক সময়ে রাজনীতিতে সুবাতাস বইতে তার অবদান ছিল, সেটা অস্বীকার করছি না। একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তার অবস্থান বহুল আলোচিত ছিল। অবশ্য তিনি নির্বাচনের মাধ্যমে যেন গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকে, তার পক্ষে ছিলেন। গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো এরশাদের কাছে ধরনা দিতেন-এ প্রসঙ্গে আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল বলেন, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। রাজনীতি হচ্ছে সামগ্রিক বিষয়টি বিবেচনায় রেখে সিদ্ধান্ত গ্রহণ। আজকের প্রয়োজন, আজকের বাস্তবতা, সব কর্মকা  বিচার বিশ্লেষণ করেই সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। মানুষ অতীতে ভুল করতে পারে, কিন্তু সংশোধনের সুযোগ আছে। রাজনীতিতে সে সুযোগ আছে। সেই সুযোগকে যারা কাজে লাগাতে পারে না, তারা হারিয়ে যায়। তিনি বলেন, অনেকেই অবস্থার আলোকে সিদ্ধান্ত নিতে পারে না। সিদ্ধান্ত নিতে না পারায় আজকে মুসলিম লীগ রাজনীতি থেকে হারিয়ে গেছে। বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল কমিউনিস্ট পার্টি আজকে ক্রমান্বয়ে ছোট হয়ে যাচ্ছে।

 যারাই বাস্তবতার বাস্তব বিশ্লেষণ করতে পারে, তারাই টিকে থাকে। যারা পারে না, তারা হারিয়ে যায়।

এরশাদ সম্পর্কে আওয়ামী লীগের এ নেতা বলেন, এরশাদ স্বৈরশাসক ছিলেন। তবে শেষ পর্যন্ত তিনি অনুধাবন করতে পেরে গণতন্ত্রের চাকাকে সুদৃঢ় করতে কাজ করার চেষ্টা করেছেন। সব মিলিয়ে দেশের রাজনীতিতে নানা অঘটন-ঘটনের জন্য মৃত্যুর পরও তিনি আলোচনায় থাকবেন দীর্ঘ দিন।

সর্বশেষ খবর