শিরোনাম
সোমবার, ১৫ জুলাই, ২০১৯ ০০:০০ টা

বান্দরবান কক্সবাজারে পাহাড় ধস, তিন জনের মৃত্যু

প্রতিদিন ডেস্ক

কক্সবাজার ও বান্দরবানে পাহাড় ধসে স্বামী-স্ত্রীসহ ৩ জন নিহত হয়েছে। এরা হলেন কক্সবাজারে মো. ছাদেক (৩২), তার স্ত্রী ওয়ালিদা বেগম ও বান্দরবানে মিরজান বেগম। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর- কক্সবাজার : চকরিয়ায় পাহাড় ধসে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। শনিবার রাত ২টার দিকে চকরিয়া উপজেলার বমুবিলছড়ি ইউনিয়নের বমুরকূল এলাকায় এ ঘটনায় ঘটে। নিহতরা হলেন- মো. ছাদেক (৩২) ও তার স্ত্রী ওয়ালিদা বেগম (২১)। ছাদেক পেশায় দিনমজুর। বমুবিলছড়ি ইউপি চেয়ারম্যান আবদুল মোতালেব বলেন, কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে মাটি নরম হয়ে যায়। শনিবার রাত ২টার দিকে তাদের ঘরের সঙ্গে লাগোয়া একটি পাহাড় বসতঘরের ওপর পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় স্বামী-স্ত্রী মারা যায়। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান বলেন, রাতেই তাদের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, বৃষ্টি শুরু হওয়ার আগে থেকে পাহাড়ি এলাকায় বসবাসরতদের সরে আসতে অনুরোধ করা হয়েছিল। ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরিয়ে আনার কাজ চলছে। বান্দরবান : বান্দরবানের লামার মধু ঝিড়িতে পাহাড় ধসে এক নারীর মৃৃত্যু হয়েছে। তার নাম মিরজান বেগম। রবিবার ভোরে লামা সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ড মধুঝিড়ি আগা এলাকায় এ ঘটনা ঘটে। লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএন) নূরে জান্নাত রুমি জানান, সপরিবারে ঘুমাচ্ছিলেন ওই নারী। এ সময় ভারি বর্ষণে পাহাড়ের মাটি ধসে পড়ে ঘরের ওপর। এ সময় মাটিচাপায় ঘটনাস্থলেই মারা যান তিনি। আহত হন তার ছেলে ও ছেলের বউ। এদিকে লামার পৌর মেয়র জহিরুল ইসলাম জানান, হতাহতদের উদ্ধার করা হয়েছে।

সর্বশেষ খবর