মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৯ ০০:০০ টা

ডিআইজি মিজানকে জেলগেটে জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিবেদক

পুলিশের চাকরি থেকে সাময়িক বরখাস্ত হওয়া ডিআইজি মিজানুর রহমানকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের ফটকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশনের একটি টিম। ঘুষ লেনদেনের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে গতকাল তাকে জিজ্ঞাসাবাদ করে দুদকের পরিচালক শেখ মো. ফানাফিল্যার নেতৃত্বাধীন একটি টিম। কমিশনের জনসংযোগ কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে ঘুষ লেনদেনের অভিযোগ অনুসন্ধানে মিজানকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ জুলাই আদালতে আবেদন জানান দুদকের পরিচালক শেখ মো. ফানাফিল্যা। শুনানি শেষে ঢাকা মহানগর বিশেষ জজ কে এম ইমরুল কায়েশ ১৫ জুলাই জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। এর আগে মিজানের দেহরক্ষী হৃদয় হাসান ও গাড়িচালক সাদ্দাম হোসেনকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। ৮ জুলাই আগাম জামিনের আবেদন নাকচ করে তাকে পুলিশে দেয় হাই কোর্ট। জানা গেছে, ২৪ জুন ডিআইজি মিজানুর রহমান, তার স্ত্রী সোহেলিয়া আনার রত্না, ভাই মাহবুবুর রহমান ও ভাগ্নে পুলিশের এসআই মাহমুদুল হাসানের বিরুদ্ধে দুর্নীতির মামলা করে দুদক। দুদকের মামলায় ওই আসামিদের বিরুদ্ধে বিপুল পরিমাণ সম্পদের তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এর আগে অনুসন্ধান পর্যায়ে অভিযোগ থেকে রেহাই দিতে ডিআইজি মিজানের কাছ থেকে তৎকালীন অনুসন্ধান কর্মকর্তা দুদকের পরিচালক এনামুল বাছির ৪০ লাখ টাকা ঘুষ নিয়েছেন বলে গণমাধ্যমের কাছে মিজান দাবি করেন। ঘুষ লেনদেনের অভিযোগ খতিয়ে দেখতে দুদকের পরিচালক শেখ মো. ফানাফিল্যার নেতৃত্বে অনুসন্ধান টিম গঠন করে দুদক। কমিটির অন্য দুই সদস্য হলেন দুদকের সহকারী পরিচালক মো. গুলশান আনোয়ার প্রধান ও মো. সালাউদ্দিন। ২০১৮ সালের ৩ মে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে প্রথম ডিআইজি মিজানকে জিজ্ঞাসাবাদ করে দুদক। প্রথমে অনুসন্ধান কর্মকর্তা ছিলেন দুদকের উপ-পরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারী; পরে এই দায়িত্ব পান এনামুল বাছির। ঘুষ গ্রহণের অভিযোগ ওঠার পর বাছিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সর্বশেষ খবর