বুধবার, ১৭ জুলাই, ২০১৯ ০০:০০ টা
কৃষি সংবাদ

বালাচাটা মাছের কৃত্রিম প্রজনন

সৈয়দ নোমান, ময়মনসিংহ

বালাচাটা মাছের কৃত্রিম প্রজনন

২০১৫ সালে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) সুস্বাদু বালাচাটা মাছকে বিলুপ্তপ্রায় প্রজাতি হিসেবে তালিকাভুক্ত করে। এর তিন বছর পর ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) মাছটির প্রজনন কৌশল উদ্ভাবনের জন্য কাজ শুরু করে। অবশেষে ইনস্টিটিউটের স্বাদু পানি উপকেন্দ্র নীলফামারীর সৈয়দপুরে চলতি বছরে এ মাছটির কৃত্রিম প্রজনন ও পোনা উৎপাদন কলাকৌশল উদ্ভাবনে সফলতা পায়। জানা যায়, বালাচাটা মিঠাপানির বিলুপ্তপ্রায় একটি মাছ। এর বৈজ্ঞানিক নাম (Somileptes gongota)। অঞ্চলভেদে বালাচাটা, মুখরোচ, পাহাড়ি গুতুম, গঙ্গাসাগর, ঘরপইয়া, পুইয়া, বাঘা, বাঘা গুতুম, তেলকুপি ইত্যাদি নামেও পরিচিত। তবে উত্তর জনপদে মাছটি বালাচাটা, পুইয়া এবং পাহাড়ি গুতুম নামে বেশি পরিচিত। পাহাড়ি ঝরনা ও অগভীর স্বচ্ছ জলাশয় এদের বেশি প্রিয়। ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. রাশিদুল হাসান ও বৈজ্ঞানিক কর্মকর্তা শওকত আহমেদ জানান, দেশের উত্তরাঞ্চলে মাছটি এক সময় প্রচুর পরিমাণে পাওয়া যেত।

সর্বশেষ খবর