শুক্রবার, ১৯ জুলাই, ২০১৯ ০০:০০ টা

শিক্ষার উন্নতি করে মান আরও বাড়াতে হবে

-অধ্যক্ষ হামিদা আলী

শিক্ষার উন্নতি করে মান আরও বাড়াতে হবে

বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ হামিদা আলী বলেছেন, শিক্ষাব্যবস্থার উন্নতি করে শিক্ষার মান আরও বাড়াতে হবে। ছেলে-মেয়েরা পরীক্ষা দিচ্ছে। কিন্তু যেভাবে পরীক্ষা হওয়ার কথা সেভাবে হচ্ছে না। গ্রামগঞ্জে বিভিন্ন কলেজে প্রয়োজনীয় বিষয়ের শিক্ষক তো নেই-ই বরং অনেক শিক্ষক ঘাটতি। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হামিদা আলী আরও বলেন, শিক্ষার মান আরও বাড়ানোর জন্য অভিভাবকদের সচেতন হতে হবে। সরকারকে মনিটরিং ব্যবস্থা আরও বাড়াতে হবে। তিনি বলেন, ভালো ভালো শিক্ষাপ্রতিষ্ঠানে হয়তো প্রয়োজনীয় শিক্ষক রয়েছেন। সেখানে পড়াশোনা হচ্ছে। কিন্তু অনেক কলেজে প্রয়োজনীয় বিষয়ের শিক্ষকের অভাব রয়েছে। সেখানে নিয়মমাফিক পড়াশোনা হচ্ছে না। সবকিছু মিলিয়ে শিক্ষাব্যবস্থার উন্নতি বাধাগ্রস্ত হচ্ছে নানা কারণে। পরীক্ষায় অংশ নিয়ে অনেক শিক্ষার্থী ফেল করছে। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে টানা ২১ বছর অধ্যক্ষের দায়িত্ব পালন করা এ শিক্ষাবিদ বলেন, যতদিন না প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ দেওয়া হবে না, ততদিন শিক্ষার মান কাক্সিক্ষত স্তরে পৌঁছাবে না। হামিদা আলী বলেন, যারা পাস করছে, জিপিএ ৫ পাচ্ছে তাদের মান অবশ্যই রয়েছে। তাছাড়া তো তারা কৃতকার্য হতে পারত না।

কারণ একজন শিক্ষার্থীকে টেস্ট, প্রি-টেস্টসহ নানা পরীক্ষার মধ্য দিয়ে যেতে হচ্ছে। তবে কোথাও কোথাও মানের ঘাটতি থাকতে পারে। কোনো শিক্ষার্থী কোনো বিষয়ে কাঁচা থাকলে দুর্বলতা কাটানোর জন্য সেভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দেবে। ভালোভাবে প্রস্তুতি না নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করাটা আমি সমর্থন করি না।

 

সর্বশেষ খবর